<p>গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বেতন বকেয়া রেখে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় পাঁচ ঘণ্টা জৈনাবাজার-কাওরাইদ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে থানা ও শিল্পপুলিশের মধ্যস্থতায় কারখানাটির মালিক আগামী ২৫ নভেম্বর বকেয়া পরিশোধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।</p> <p>বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উপজেলার আবদার এলাকায় এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শ্রীলঙ্কায় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731576577-9bf4989c13221da464270f151d4201b2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শ্রীলঙ্কায় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/14/1446554" target="_blank"> </a></div> </div> <p>বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, গত অক্টোবর ও চলতি মাসের বেতন ও হাজিরা বোনাস পরিশোধ করা হয়নি। গত দুইদিন ধরে তারা গত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কিন্তু আজ বৃহস্পতিবার সকাল ৮টায় কারখানায় গিয়ে প্রধান ফটকের সামনে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পায়। এতে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে।</p> <p>কারখানাটির শ্রমিক মশিউর, সমিউর রহমান ও নাজমিন আক্তার জানান, কারখানাটির তিন শতাধিক শ্রমিক প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা পাশে জৈনাবাজার-কাওরাইদ আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন।</p> <p>প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রমিকরা সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। </p> <p>শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল কালের কণ্ঠকে বলেন, খবর পেয়ে থানা ও শিল্পপুলিশ সেখানে পৌঁছে আন্দোলনরত শ্রমিকসহ মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন। পরে মালিকপক্ষ আগামী ২৫ নভেম্বর বকেয়া পরিশোধের আশ্বাস দিলে দুপুর প্রায় ১টার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।</p>