<p>কক্সবাজারে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের মামলায় দুই অপহরণকারীকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম জিল্লুর রহমান বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এই রায় দেন। </p> <p>দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সোনা মিয়া ও হাফেজ আহমদ। রায়ের সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।</p> <p>মামলার সূত্র মতে, ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি কক্সবাজার পৌরসভার দক্ষিণ বাহারছড়ার এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে অপহরণের শিকার হন। এ ঘটনায় ছাত্রীর বাবা কক্সবাজার থানায় মামলা করেন। পরে ২০১১ সালে মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও আসামিদের জেরা শেষে বিচারক এই রায় দিয়েছেন। </p> <p>একই মামলায় অন্য এক আসামি নুর হোসেন প্রমাণের অভাবে খালাস পান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কক্সবাজারে গোপন মিটিং থেকে ১৮ ইউপি সদস্য গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/09/1731094811-71708cc5637373c1ef5305fb2c1deef5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কক্সবাজারে গোপন মিটিং থেকে ১৮ ইউপি সদস্য গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/09/1444442" target="_blank"> </a></div> </div> <p>বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইদুল ইসলাম জানান, রায়ের মাধ্যমে শিশু পাচারকারীদের জন্য কঠোর বার্তা প্রদান করা হয়েছে, যা কক্সবাজারে শিশু নিরাপত্তা আরো শক্তিশালী করবে।</p>