<p>ঝিনাইদহের কোটচাঁদপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় একাধিক দপ্তরে অভিযোগ করেও কোনো ফল পাননি ওই ভুক্তভোগী। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। তবে ওই বিএনপি নেতার দাবি, এটি তার ক্রয়কৃত জমি।</p> <p>ভুক্তভোগী শেখ আতিয়ার রহমান বলেন, ‘আশির দশকে পাশ-পাতিলা গ্রামের ভরিবালা দাসের কাছ থেকে আমি ৬ শতক জমি কিনি। ওই জমিতে আমি গাছপালা লাগাই। হঠাৎ করেই ২০২১ সালের দিকে কোটচাঁদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর ও তার ছেলে ব্যারিস্টার সুমন আমাদের জমি দখল করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা চালাচ্ছে। এমনকি আমাদের নামে মিথ্যা মামলা পর্যন্ত দায়ের করে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/19/1726745117-df7f5f536cf14487c2fcf03e1faf6bc6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/19/1426931" target="_blank"> </a></div> </div> <p>তবে বিএনপি নেতা আবু বকর দাবি করেছেন জমিটি তার ছেলের নামে কেনা। এর বেশি তিনি মন্তব্য করতে রাজি হননি।</p> <p>এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘ওই জমি নিয়ে আদালতে মামলা চলছে। আমরা উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানিয়েছি।’</p>