<p>গোপালগঞ্জ জেলায় রাজনৈতিক মামলায় প্রেপ্তার আলোচিত চার সন্তানের বাবা দিনমজুর জামাল মিয়া অবশেষে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফিরোজ মামুন জামিন দেন।</p> <p>অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সদর থানা আমলি আদালত) জিআরও এএসআই লাভলী আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p>হত্যা মামলার সন্দেহভাজন আসামি দিনমজুর জামাল মিয়ার পক্ষে জামিন আবেদন করেন গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইডের আইনজীবী শারমিন জাহান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মা নেই, বাবাও জেলে : সেই শিশুদের দেখভালের নির্দেশ হাইকোর্টের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731567048-07f707a2045ee59f5137c76a9340fb6a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মা নেই, বাবাও জেলে : সেই শিশুদের দেখভালের নির্দেশ হাইকোর্টের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/11/14/1446513" target="_blank"> </a></div> </div> <p>কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঢাকার তেজগাঁও থানা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন জামাল মিয়া। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলনেতা দিদার হত্যা ঘটনায় জড়িত। সে জন্য তাকে প্রেপ্তার দেখিয়ে জেলে পাঠানো হয়েছে। আজ আদালত তাকে জামিনে মুক্তি দেন।</p> <p>বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।</p> <p>উল্লেখ্য, ‘মা নেই, রাজনৈতিক মামলায় কারাগারে বাবা, নবজাতক দুই বোন নিয়ে দিশাহারা ভাই’ এই শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সেখানে উল্লেখ করা হয়, এক মাস আগে জন্ম নেয় সাজ্জাদ মোল্লার (১৩) যমজ দুই বোন। তার এক সপ্তাহ পর মারা যান মা। গত শুক্রবার রাজনৈতিক মামলায় কারাবন্দি হন সাজ্জাদের দিনমজুর বাবা জামাল মিয়া। এতে সদ্যজাত দুই বোনসহ তিন বোনকে নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছে শিশুটি। বোনদের মুখে দিতে পারছে না খাবার।</p>