<p>টাঙ্গাইলের কালিহাতীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।</p> <p>গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার আউলিয়াবাদ বাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।</p> <p>ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার রাতে বাজারের সব দোকানপাট সন্ধ্যার পরপরই বন্ধ হয়ে যায়। রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয়রা একটি দোকানে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে মুহূর্তের মধ্যেই আগুন বাজারে ছড়িয়ে পড়ে। এতে ওষুধের দোকান, থানকাপড়ের দোকান, মোটরসাইকেল মেকানিকের দোকান, থাই গ্লাসের দোকান, লেদ মেশিন ঘর ও ইলেকট্রিকের দোকানসহ আটটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অভিযানের সময় সটকে পড়েন মজুতদাররা, বিক্রি বন্ধ রাখেন আলু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/15/1731653530-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অভিযানের সময় সটকে পড়েন মজুদদাররা, বিক্রি বন্ধ রাখেন আলু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/15/1446905" target="_blank"> </a></div> </div> <p>কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় আটটি দোকান পুড়ে যায়। এতে প্রায় আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে এলেঙ্গা ও ঘাটাইল ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়।</p> <p>তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে সুনির্দিষ্টভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ করছে ফায়ার সার্ভিস।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লাল শাপলার মোহনীয় রূপে সেজেছে তারাপুরের ফসলের মাঠ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/15/1731647693-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লাল শাপলার মোহনীয় রূপে সেজেছে তারাপুরের ফসলের মাঠ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/15/1446880" target="_blank"> </a></div> </div>