<p>জামিনে থাকলেও ১০ বছরের সাজা ঘোষণার খবরে পালিয়ে যান রুহুল আমিন। কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে পুলিশের জালে ধরা পড়তে হলো তাকে। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত পলাতক এই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ঢাকা বিশেষ জজ আদালত-৭ এর বিচারক একটি মাদক মামলার রায় ঘোষণা করেন। এতে গ্রেপ্তার হওয়া রুহুল আমিনসহ (৬৫) আরো বেশ কয়েকজনকে সাজা প্রদান করেন ওই আদালতের বিচারক।</p> <p>ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হানিফ সরকার শুক্রবার সন্ধ্যায় জানান, এই মামলায় চলচ্চিত্রের খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলও রয়েছেন। বিগত ২০০৮ সালে রাজধানী ঢাকার কাফরুল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি রুজু হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, এই মামলায় বেশির ভাগ আসামি জামিনে রয়েছেন। তার মধ্যে রায় ঘোষণার পর আত্মগোপনে চলে যান রুহুল আমিন।</p> <p>এদিকে, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক জুমায়েত হোসেন জুয়েলের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পশ্চিম আনোলিয়া গ্রাম থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করে। তার বাবার নাম মৃত রুস্তম আলী। পশ্চিম আলোনিয়া গ্রামেই আসামির বাড়ি। অন্যদিকে, গ্রেপ্তারের পর বিকেলেই রাজধানী ঢাকার সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া হয় রুহুল আমিনকে।</p>