<p>ময়মনসিংহের হালুয়াঘাটে বিপন্ন বন্যপ্রাণী তক্ষকসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মুন ফিলিং স্টেশন থেকে তাদের আটক করা হয়।</p> <p>আটকৃতরা হলেন- ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের সাতারাপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে রহমান (২৮) ও একই ইউনিয়নের আরেংগাপাড়া গ্রামের জুলমত আলীর ছেলে রোকন (২২)।</p> <p>আটককৃত রহমান জানায়, সে রাঙামাটি জেলার পাহাড়ি এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে তক্ষক নিয়ে মোটরসাইকেল যোগে হালুয়াঘাট সদরে যাচ্ছিল। এ সময় ধারা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। পড়ে স্থানীয় পাম্পে তেল নেওয়ার সময় স্থানীয় কয়েকজন যুবক তাদের গতিবিধি সন্দেহজনক দেখে জিজ্ঞাসা করলে তাদের কাছে একটি শপিং বেগের ভেতর বোয়ামের মধ্যে কি আছে জানতে চায়। </p> <p>স্থানীয়রা জানায়, তাদের কাছে তেল নেওয়ার টাকা ছিল না। বিকাশের মাধ্যমে টাকা এনে তারা পাম্পে দিতে চাচ্ছিল। তাদের কথাবার্তা এলোমেলো দেখে স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে তাদের ব্যাগটি সার্চ করে তক্ষক, স্কেল দেখে তাদের আটক করে পুলিশে খবর দেয়।</p> <p>হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবুল খায়ের জানান, আমরা তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।<br />  </p>