<p style="text-align:justify">নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। নতুন ধান কাটা, আর সেই ধানের প্রথম অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় নবান্ন উৎসব। বাঙালির বারো মাসে তেরো পাবন এ যেন হৃদয়ের বন্ধনকে আরো গারো করার উৎসব। </p> <p style="text-align:justify">শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে টায় পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে আমরা ক’জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজনের আয়োজনে নবান্ন উৎসব ‘নতুন ধানে ভাত রেঁধেছি’অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ।</p> <p style="text-align:justify">নবান্ন উৎসবে আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা অনুষ্ঠানে আগত অতিথিদের মুখে চিড়া, মলা, মুড়কি, মোয়া, খৈই, শীতের পিঠা তুলে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।</p> <p style="text-align:justify">নবান্ন কথন পর্বে অংশগ্রহণ করেন আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগে সহযোগী অধ্যাপক শাহজাহান আলী, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক লতা পারভিন, সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাধন কুমার দেবনাথ, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক আল জাবির, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণা তরফদার প্রমুখ। </p> <p style="text-align:justify">নবান্ন উৎসবে মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় আমরা ক’জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজনের শিল্পীদের পরিবেশনায় বাংলার লোকজো গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে আগত দর্শক ও অতিথিদের অনুষ্ঠান শেষে নবান্নের খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।</p>