<p>কক্সবাজারের উখিয়ায় নাফ নদ থেকে স্থানীয় এক বাংলাদেশি তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় নাফ নদে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।</p> <p>উদ্ধার হওয়া মরদেহটি উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেনের ছেলে ছৈয়দুল বশরের (১৯) বলে নিশ্চিত করেছে স্থানীয়রা। </p> <p>স্থানীয় সূত্র মতে, গত ১৪ নভেম্বর ৫ জন বাংলাদেশি নাফ নদে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হাতে জিম্মি হয়। এদের মধ্যে ছৈয়দুল বশরকে হত্যা করা হয়। পরে মরদেহটি নাফ নদে ভাসিয়ে দিলে স্থানীয়রা শনিবার সকালে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। উখিয়া থানার উপপরিদর্শক আব্দুল হান্নান মরদেহটি উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কক্সবাজারে পর্যটকদের টার্গেট করে ছিনতাই, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731579208-1c7e89c3694f352a9c98241cec343367.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কক্সবাজারে পর্যটকদের টার্গেট করে ছিনতাই, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/14/1446572" target="_blank"> </a></div> </div> <p>উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, স্থানীয়দের খবরে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।</p>