<p style="text-align:justify">পাওনা টাকা চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজিজুল হক স্বাধীন (২৫) নামের এক যুবককে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।</p> <p style="text-align:justify">নিহত স্বাধীন উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের ফজল মিয়ার ছেলে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনার পর রাতেই ফজল মিয়া বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে আখাউড়া থানায় মামলা দায়ের করেন। পরে নবীনগর উপজেলার নারুই গ্রাম থেকে মামলার প্রধান আসামি স্বপন মিয়া ও শরীফকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশ।</p> <p style="text-align:justify">নিহতের মা জরিনা বেগম অভিযোগ করেন, সন্ধ্যা ৭টার দিকে আজমপুর নার্সারির সামনে আজমপুর গ্রামের স্বপন চৌধুরী নামে এক যুবক স্বাধীনকে মারধর করে ছুরিকাঘাত করে। স্থানীয়রা স্বাধীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বপন ওই এলাকার রোকন উদ্দিন চৌধুরীর ছেলে।</p> <p style="text-align:justify">ঘটনার প্রত্যক্ষদর্শী লুৎফুল আমিন চৌধুরী বলেন, ‘আমি মাছের প্রজেক্ট দেখতে যাচ্ছিলাম। আজমপুর রেলওয়ে কলোনী মসজিদের সামনে দুজনকে ধস্তাধস্তি করতে দেখে তাদের শান্ত করে দেওয়ার চেষ্টা করি। কিছুক্ষণ পর আরও ৪-৫ জন যুবক এসে স্বাধীনকে মারধর শুরু করে। এক পর্যায়ে তাকে একজন ছুরি দিয়ে আঘাত করে। আমি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে বিষয়টি জানাই।’</p> <p style="text-align:justify">আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসিম জানান, শনিবার জেলা সদর হাসপাতালে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গ্রেপ্তার দু’জনকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের কাছের একটি নার্সারি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে।</p>