<p style="text-align:justify">গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল পল্লীতে নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি এই নবান্ন উৎসব উদযাপন করে।</p> <p style="text-align:justify">গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের জয়পুর এলাকার শ্যামল-মঙ্গল মার্ডি-রমেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই নবান্ন উৎসবের আয়োজন করা হয়।</p> <p style="text-align:justify">এসময় বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে, সাংগঠনিক সম্পাদক প্রিসিলা মুরমু, সাঁওতাল নেতা ব্রিটিশ সরেন, তৃষ্ণা মুরমু প্রমুখ বক্তব্য দেন।</p> <p style="text-align:justify">নবান্ন উৎসব উপলক্ষে সাঁওতালরা নতুন ধান কেটে চাল তৈরি করে সেটি দিয়ে আনন্দময় প্রীতিভোজে মেতে ওঠেন। এছাড়াও ধর্মীয় ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।</p>