<p>পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকতের পাবলিক টয়লেট থেকে নুর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সৈকতের পর্যটন পার্কসংলগ্ন টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়।</p> <p>মহিপুর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন। নিহত নুর হোসেন খুলনার লবণচোড়া এলাকার সাতচুনিয়া গ্রামের বাসিন্দা।</p> <p>পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর হোসেন শুক্রবার সকালে কুয়াকাটায় বেড়াতে আসেন। সকাল ১১টার দিকে কুয়াকাটার হোটেল ব্যবসায়ী বন্ধু জসিম উদ্দিনের সঙ্গে একটি দোকানে চা খেতে যান। এ সময় তিনি টয়লেটে যাওয়ার কথা বলে নিখোঁজ হন। পরে তার স্বজনরা খুলনা থেকে রাতে কুয়াকাটায় এসে ওই টয়লেটসহ অনেক স্থানে খোঁজাখুঁজি করেও কোনো খবর না পেয়ে পুলিশে অবহিত করেন। বিকেলে এক দম্পতি ওই টয়লেটে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ দেখে কর্তৃপক্ষকে জানালে তারা টয়লেটের ওপর থেকে ওই নুর হোসেনকে পড়ে থাকতে দেখে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুয়াকাটার হোটেল নিয়ে সৈয়দ আবেদ আলীর প্রতারণার ফাঁদ!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/07/09/1720519459-3515677305470cf338711821a36cddad.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুয়াকাটার হোটেল নিয়ে সৈয়দ আবেদ আলীর প্রতারণার ফাঁদ!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/07/09/1404851" target="_blank"> </a></div> </div> <p>কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ঠিক কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।</p>