<p>বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটে বালু ব্যবসায়ী আজিজুল ইসলামের বালু উত্তোলনের পাইপ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাতুল ইসলাম শাহেদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিতে গেলে থানার সামনে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন ওই ব্যবসায়ী।</p> <p>অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পয়সা গ্রামের আকবর হোসেনের ছেলে আজিজুল ইসলাম পয়সারহাটে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে পয়সারহাটে আজিজুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাতুল ইসলাম শাহেদের নির্দেশে অনুসারী হাফিজুর রহমানের নেতৃত্বে ৪-৫ জন গিয়ে ১০০টি বালু উত্তোলনের পাইপ দাবি করেন। পাইপ দিতে অস্বীকৃতি জানালে তারা ৫ লাখ টাকা মূল্যের ১০০টি পাইপ জোরপূর্বক ভ্যানে তুলে নিয়ে যান। এ ঘটনায় শুক্রবার সকালে আজিজুল ৫জনের নাম উল্লেখ করে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দিতে যান। থানার সামনে গেলে রাতুল ইসলাম শাহেদের নেতৃত্বে ৪-৫ জনের একটি দল তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।</p> <p>আজিজুল ইসলাম বলেন, ‘উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাতুল ইসলাম শাহেদের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল আমার কাছে বালু উত্তোলনের জন্য পাইপ চেয়েছিল। আমি দিতে রাজি না হওয়ায় তারা জোর করে ১০০টি পাইপ নিয়ে যান। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিতে গেলে আমাকে মারধর করে।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বরিশালে সড়কে সড়কে ময়লার স্তূপ, জনজীবনে দুর্ভোগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/01/1730436012-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বরিশালে সড়কে সড়কে ময়লার স্তূপ, জনজীবনে দুর্ভোগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/01/1441471" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে অভিযুক্ত উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাতুল ইসলাম শাহেদ সাংবাদিকদের বলেন, বালু ব্যবসায়ী আজিজুল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। তার পাইপ এবং তাকে মারধরের বিষয়ে আমি কিছুই জানি না।’ </p> <p>আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুশংকর মল্লিক বলেন, ‘থানার বাহিরে কী হয়েছে তা আমার জানা নেই। আমাদেরকে কেউ জানায়নি। কেউ যদি লিখিত অভিযোগ করে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’</p>