<p style="text-align:justify">পিরোজপুরের স্বরূপকাঠিতে মাতৃ ক্ষুদ্র ও সঞ্চয়ী ঋণদান সমবায় সমিতির মালিক স্বাধীন হালদারের বিরুদ্ধে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সমাবেশ করেছে সমিতির গ্রাহকরা। গ্রাহকদের বিরুদ্ধে অপপ্রচার, হয়রানি বন্ধ এবং গ্রাহকের পাওনা টাকা ফেরতের দাবিতে এ মানববন্ধন করা হয়। </p> <p style="text-align:justify">শনিবার (১৬ নভেম্বর) উপজেলা পরিষদের সম্মুখে পিরোজপুর-স্বরূপকাঠি সড়কে মানববন্ধনে ওই সমিতির অন্তত তিন শতাধিক নারী-পুরুষ গ্রাহক অংশ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন সমিতির গ্রাহক কাজী শিমুল, মো. মিজানুর রহমান, মো. তরিকুল ইসলাম সুমন, সীমা সিকদার, সুলতা মন্ডল, অরনী রায়, সুজন দত্ত প্রমুখ। </p> <p style="text-align:justify">বক্তারা অভিযোগ করেন, মাতৃ ক্ষুদ্র ও সঞ্চয়ী ঋণ দান সমবায় সমিতিতে তাদের জমাকৃত আমানতের টাকা আত্মসাতের লক্ষ্যে সমিতির মালিক স্বাধীন হালদার এক প্রকার আত্মগোপনে থেকে তাদের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। বহু গ্রাহকরা সমিতি থেকে তাদের পাওনা টাকা ফেরত না পেয়ে অর্থ সংকটে মানবেতর জীবন যাপন করছেন। </p> <p style="text-align:justify">গ্রাহকদের সঙ্গে একাত্মতা পোষণ করে সমিতির ৫টি শাখার ব্যবস্থাপকরা মানববন্ধনে অংশ নেয়। এসময় সমিতির শান্তিরহাট শাখার ব্যবস্থাপক সুমন সাহা অভিযোগ করে বলেন, তাদের মাধ্যমে সমিতি পরিচালনা করে সমিতির মালিক স্বাধীন হালদার গ্রাহকদের জমাকৃত ১০ কোটির বেশি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন। বর্তমানে সমিতির ব্যবস্থাপক এবং মাঠকর্মীরা গ্রাহকদের চাপে রয়েছেন।</p> <p style="text-align:justify">উল্লেখ্য, স্বরূপকাঠিতে গত কয়েক বছর ধরে ব্যঙ্গের ছাতার মত সমবায় সমিতির শত শত কথিত এনজিও গড়ে ওঠে। গত এক বছরে এই উপজেলার বহু এনজিও মালিক গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন। এসব কাণ্ডে এই উপজেলায় কয়েকটি হত্যা এবং আত্মহত্যা সংগঠিত হয়েছে।</p>