<p>শেরপুরে ছাত্র-জনতার তোপের মুখে হাসপাতাল ছেড়ে পালিয়েছেন শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা। শনিবার (১৬ নভেম্বর) সকালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ছাত্র-জনতা বিক্ষোভ শুরু করলে তিনি কার্যালয় থেকে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।</p> <p>বিক্ষোভকারীরা জানান, ফ্যাসিবাদী সরকারের দোসর শেরপুরের আওয়ামী লীগের সাবেক নেতাদের আস্থাভাজন ডা. সেলিম মিঞা নেত্রকোনা জেলায় সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন। গত জুলাই মাসে তিনি শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক পদে যোগদান করেন। </p> <p>অভিযোগ আছে, ডা. সেলিম মিঞা নিজ জেলায় যোগদানের পর থেকেই বেপরোয়া হয়ে ওঠেন। ঘুষ, দুর্নীতি, অনিয়ম যেন তার নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের অব্যবস্থাপনা, পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া, আউটসোর্সিংয়ে কর্মরত চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ না করে চাকরি থেকে অব্যাহতি দিয়ে ঘুষ বাণিজ্যের মাধ্যমে নিজের পছন্দমতো লোকজনকে নিয়োগ প্রদান, ওষুধ ও মালামাল ক্রয়ে দরপত্রে সীমাহীন অনিয়মসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেরপুরে পৃথক স্থানে দুই খুন, আটক ৪" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/15/1731661267-2e862a90d473f4a3736d2286e3cd2de4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেরপুরে পৃথক স্থানে দুই খুন, আটক ৪</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/15/1446929" target="_blank"> </a></div> </div> <p>এসব অভিযোগে শনিবার সকাল সোয়া ১১টার দিকে বিক্ষুব্ধ কয়েক শ জনতা বিক্ষোভ মিছিল করে তত্ত্বাবধায়কের অপসারণ দাবি করেন। এক পর্যায়ে তত্ত্বাবধায়কের কার্যালয়ের সামনে গিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে ছাত্র-জনতা। এ সময় অবস্থা বেগতিক দেখে কৌশলে সটকে পড়েন তিনি। পরে ছাত্র-জনতা মিছিলটি নিয়ে নারায়ণপুর এলাকাসহ শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সদর হাসপাতাল গেটে এসে শেষ করেন। বিক্ষোভ মিছিল শেষে হাসপাতাল গেটে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।</p> <p>সমাবেশে এলাকাবাসীর পক্ষে রমজান আলী বলেন, ‘ফ্যাসিবাদের দোসর সেলিম মিঞার এই হাসপাতালে তত্ত্বাবধায়ক পদে যোগদান করার পর থেকেই হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। তার সীমাহীন অনিয়ম আমরা শেরপুরবাসী মেনে নিতে পারি না। তাই আমরা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা এবং জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনের অপসারণ চাই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেরপুরে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731493598-f5ab36a09d49cce318d2336b8312504a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেরপুরে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/13/1446184" target="_blank"> </a></div> </div> <p>এ ব্যাপারে ডা. সেলিম মিঞার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ছাত্র-জনতা নয়, বিএনপির কিছু লোক আমার কার্যালয়ে এসে আমাকে অফিস থেকে চলে যেতে বললে আমি বাড়ি চলে আসি। আমি পালিয়ে আসিনি।’</p> <p>এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহের বিভাগীয় পরিচালক ডা. শাহ আলী আকবর আশরাফী মোবাইল ফোনে বলেন, ‘আমি বিষয়টি জেনেছি এবং এডিশনাল সেক্রেটারিকে টেলিফোনে জানিয়েছি। স্বাস্থ্য বিভাগকে স্বচ্ছ ও সেবামূলক রাখতে আমরা ফ্যাসিবাদী কাউকে দায়িত্বে রাখব না।’</p>