<p>সিলেট থেকে ছেড়ে আসা আন্ত নগর জয়ন্তিকা ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করায় জরিমানা গুনেছেন সমন্বয়ক পরিচয় দেওয়া আট শিক্ষার্থী। শনিবার (১৬ নভেম্বর) কুলাউড়া জাংশন স্টেশনের কাছাকাছি আসার পর এই জরিমানা করেন ট্রেনের দায়িত্বপ্রাপ্ত টিটিই মোশাররফ।</p> <p>খোঁজ নিয়ে জানা যায়, টিকিট নাই দাবি করে নিজেদের কখনো ছাত্র সমন্বয়ক, কখনো শিক্ষক, কখনো সাংবাদিক পরিচয় দেন তারা। এক পর্যায়ে টিটিইর সঙ্গে অসদাচরণও করে নিজেদের ছাত্র সমন্বয়ক পরিচয় দেওয়া ওই যাত্রীরা।</p> <p>ট্রেনটি কুলাউড়ায় আসার পর টিকিট ছাড়া ভ্রমণের দায়ে টিকিটসহ এক হাজার ৩৬০ টাকা জরিমানা করা হয়। তারপর টিটিইর কাছে দুঃখপ্রকাশ করলে তাদের ছেড়ে দেওয়া হয়। এ কারণে ট্রেনটি প্রায় ৩০ মিনিট বিলম্বে কুলাউড়া থেকে যাত্রা করে। </p> <p>কুলাউড়া রেলওয়ের স্টেশন মাস্টার মো. রোমান আহমদ বলেন, সিলেট থেকে ১৭ জন যাত্রী বিনা টিকিটে ট্রেনে ওঠেন। এ সময় কর্তব্যরত টিকিট পরীক্ষক তাদের কাছে টিকিট আছে কি না, জানতে চাইলে বাগবিতণ্ডা হয়। তারা নিজেদের কখনো ছাত্র সমন্বয়ক, কখনো শিক্ষক, কখনো সাংবাদিক পরিচয় দিয়ে টিকিট না করে ট্রেন ভ্রমণের চেষ্টা করেন। </p> <p>জয়ন্তিকা ট্রেনের দায়িত্বপ্রাপ্ত টিকিট পরীক্ষক টিটিই মোশাররফ আলী বলেন, যাত্রীদের টিকিট চেকিংকালে ছাত্র সমন্বয়ক পরিচয় দেওয়া ১৭ যাত্রী, দুজন শিক্ষকসহ মোট ১৯ যাত্রীর কাছে টিকিট ছিল না। পরে আট যাত্রীকে টিকিটসহ জরিমানা করার পর ট্রেন ছাড়া হয়।</p> <p>প্রত্যক্ষদর্শী ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে তার ফেসবুক পোস্টে লেখেন, ছাত্র সমন্বয়করা কি নিজেদের সম্মান নষ্ট করার তালে আছে?...।</p>