<p>জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে নবান্ন উৎসব ঘিরে জমজমাট মাছের মেলা বসেছে, যা গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী রঙিন উৎসবগুলোর মধ্যে অন্যতম। সারি সারি দোকানে থরে থরে সাজানো রয়েছে রুই, কাতলা, চিতল, সিলভার কার্প, বিগহেড কার্প, বোয়ালসহ হরেক রকমের দেশি মাছ। এই মাছের পসরা দেখে যে কেউ মুগ্ধ না হয়ে পারেন না। উৎসাহের সঙ্গে মেলায় আসা মানুষজন মাছ কিনছেন, দরদাম করছেন। কেউ আবার মাছ দেখে শুধু আনন্দই পাচ্ছেন।</p> <p>প্রতিবছর এই নবান্ন উৎসবের সঙ্গে মাছের মেলার আয়োজন নতুন উদ্যমে করা হয়। মেলাটি জামাইদের উপলক্ষ করে হলেও শুধু জামাই-ই নয়, ভোর থেকেই মেলায় ভিড় জমান ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা বয়সী মানুষ।</p> <figure class="image" style="float:left"><img alt="নবান্ন" height="272" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Nahid/Untitled-16a.jpg" width="452" /> <figcaption>সারি সারি দোকানে থরে থরে সাজানো রয়েছে রুই, কাতলা, চিতল,<br /> সিলভার কার্প, বিগহেড কার্প, বোয়ালসহ হরেক রকমের দেশি মাছ।</figcaption> </figure> <p>পঞ্জিকা অনুসারে প্রতিবছর অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে কালাই পৌর সদরের পাঁচশিরা বাজারে বসে মাছের মেলাটি। জয়পুরহাটের কালাই পৌরসভাসহ উপজেলার মাত্রাই, হাতিয়র, উদয়পুর, মাদারপুর, হাটশর, হারুঞ্জা, পুনট, বাইগুনী, মাদাই, বেগুনগ্রাম, পাঁচগ্রামসহ আশপাশের ২৫-৩০টি প্রত্যন্ত গ্রামের মানুষ এই উৎসবে অংশ নেন। স্বজনদের সাথে একত্রিত হয়ে নবান্নের আমেজ ভাগাভাগি করতে দূর-দূরান্ত থেকে মানুষ আসেন। প্রতিটি পরিবারে জামাইসহ স্বজনদের বিশেষভাবে নিমন্ত্রণ জানানো হয়, যা নবান্নের মজাটাকে বহুগুণে বাড়িয়ে তোলে।</p> <p> </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হিসেব করে ফেসবুকে পোস্ট দেওয়াসহ আ. লীগ নেতাকর্মীদের যা বললেন বিএনপি নেতা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731824124-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হিসেব করে ফেসবুকে পোস্ট দেওয়াসহ আ. লীগ নেতাকর্মীদের যা বললেন বিএনপি নেতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/17/1447577" target="_blank"> </a></div> </div> <p>মেলায় চোখে পড়ে একেকজন মাছ বিক্রেতার আকর্ষণীয় আয়োজন। বিশালাকৃতির একটি ১৫ কেজি ওজনের সিলভার কার্প মাথায় তুলে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন কালাইয়ের পৌর এলাকার মন্সিপাড়া গ্রামের মাছ বিক্রেতা জহুরুল ইসলাম। মাছটির দাম হাঁকা হয়েছিল ১৫ হাজার টাকা। অন্যদিকে ৩০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে বিগহেড কার্প ও সিলভার কার্প। রুই ও কাতলা মাছ বিক্রি হয়েছে ৪০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে।</p> <p>ক্রেতাদের মধ্যে যেমন ছিল উচ্ছ্বাস, তেমনি ছিল খানিকটা হতাশাও। ক্রেতা জুবায়ের হোসেন, জাফর আলি ও মনোয়ার হোসেন জানান, এবারের মেলায় প্রচুর মাছ উঠলেও দাম একটু বেশি। তবে উৎসবের আনন্দে অনেকেই বাড়তি দাম দিয়ে মাছ কিনেছে।</p> <p>ব্যবসায়ীদেরও ছিল মিশ্র প্রতিক্রিয়া। মাছ ব্যবসায়ী সাদ্দাম হোসেন, তাজুল ইসলাম ও আব্দুল লতিফ জানান, মেলায় লোক সমাগম বেশ হলেও বিক্রি তুলনামূলক কম হয়েছে। খরচ বাদ দিলে তাদের লাভ সামান্যই হবে বলে জানান তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসররা এখনো আছে : এয়াকুব আলী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731816492-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসররা এখনো আছে : এয়াকুব আলী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/17/1447549" target="_blank"> </a></div> </div> <p>মৎস্য খামারি মোহাতাব তালুকদার জানান, তিনি মেলার কথা মাথায় রেখে এক বছর ধরে পুকুরে বড় বড় মাছ বাছাই করে চাষ করেছেন। তার এ উদ্যোগের ফলে তিনি এবার মেলায় বড় মাছ বিক্রির সুযোগ পেয়েছেন এবং আশানুরূপ সাড়া পাচ্ছেন।</p> <p>রুপালী রাণী সাহা কালাই পৌর শহরের হাসপাতাল এলাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন। তিনি জানান, প্রতি বছরই মেলায় আসেন তিনি, তবে এবারে সঙ্গে নিয়ে এসেছেন ধামইরহাট থেকে আসা বড় ভাইয়ের স্ত্রীকে। তারা মিলে দরদাম করে ৬৫০ টাকা কেজি দরে ৪ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ কিনেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১ মাস ২৮ দিনের মাথায় কক্সবাজার সদর থানার ওসি নোমান প্রত্যাহার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731829629-1c7e89c3694f352a9c98241cec343367.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১ মাস ২৮ দিনের মাথায় কক্সবাজার সদর থানার ওসি নোমান প্রত্যাহার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/17/1447603" target="_blank"> </a></div> </div> <p>রুপালী বলেন, ‘মেলায় বহু ক্রেতা ও দর্শনার্থী দেখে ভালো লাগছে। আসলে বাঙালি জীবন থেকে উৎসবগুলো হারিয়ে যাচ্ছে। এ রকম উৎসবে অংশ নিতে পারলে ব্যস্ততম জীবনে কিছুটা হলেও প্রশান্তি আসে।’</p> <p>কালাই পৌরসভার নবনিযুক্ত প্রশাসক শামিমা আক্তার জাহান বলেন, ‘উৎসবটি শুধু যে ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমেই সীমাবদ্ধ, তা নয়। এটি সামাজিক বন্ধন ও আন্তরিকতার এক বিরল উদাহরণ হয়ে উঠেছে।’ কালাই উপজেলার নবান্ন উৎসবের এই মাছের মেলা তাই প্রতিটি গ্রামীণ মানুষের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে আছেন বলে জানান তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফল ভোগ করছেন শেখ হাসিনা : কাদের সিদ্দিকী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731828839-0331f1beab22fb6d25616fda3a99b07b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফল ভোগ করছেন শেখ হাসিনা : কাদের সিদ্দিকী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/17/1447598" target="_blank"> </a></div> </div>