<p>রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) রাজবাড়ী সদর থানায় ওই মামলা দায়ের করা হয়েছে।</p> <p>জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে গত ১৪ নভেম্বর দুপুর ১২টার দিকে ছাত্রলীগের ব্যানারে একদল দুর্বৃত্ত জেলা শহরের পৌর ইংলিশ মার্কেটের ‘গিয়ার মাস্টার’ নামের বাইসাইকেল পার্টসের দোকানে হামলা চালায়। ওই সময় তারা দোকানের মালিক মোহাম্মদ মিরাজুল ইসলামকে কুপিয়ে জখম করে।</p> <p>এ ঘটনায় আহত মিরাজুলের বাবা মো. রবিউল আহম্মেদ জানান, ঘটনার সময় দুর্বৃত্তরা দোকানে থাকা নগদ ২ লাখ ৪০ হাজার টাকা, ৬০ হাজার টাকা মূল্যের একটি আইফোন, ১ লাখ ২০ হাজার টাকার মালামাল নিয়ে যান এবং ৫০ হাজার টাকা মূল্যের মালামাল ভাঙচুর করে। স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যান। পরবর্তীতে পুলিশ সদস্যরা আহত মোহাম্মদ মিরাজুল ইসলামকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন।</p> <p>রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারের ২ জনকে চিহ্নিত করে এবং ২৫ জনকে অজ্ঞাত আসামি করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। </p>