<p>জামালপুরের মেলান্দহে ছাগল চুরি করে অটোরিকশা নিয়ে পালানোর সময় পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে অটোরিকশার। এ সময় যুবকের লুঙ্গির নিচ থেকে ছাগলটি বের হয় আসে।</p> <p>রবিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কের মালঞ্চ বাজারে এ ঘটনা ঘটে। পরে ওই যুবককে পুলিশ আটক করে।</p> <p>আটক যুবক আলমগীর (৩৫) সদর উপজেলার মুসলিমাবাদ এলাকার  মো. আমান উল্লাহর ছেলে। </p> <p>পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মালঞ্চ নতুন বাজার এলাকায় টহলরত ডিবি পুলিশের একটি সিএনজিকে ধাক্কা দেয় অটোরিকশা। এ সময় ডিবি পুলিশ ওই যুবককে অটোরিকশা থেকে নামতে বললে তিনি নামতে রাজি হননি। পরে জোর করে নামানোর সময় তার লুঙ্গির নিচ থেকে একটি ছাগল বের হয়ে আসে। জিজ্ঞাসাবাদে ছাগলটি চুরি করার কথা স্বীকার করেন তিনি। পরে তাকে আটক করে মেলান্দহ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চুরির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/24/1729774537-0c8619aec728d72a17d3acf038ff8ed2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চুরির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/24/1438732" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, ছাগল নিয়ে পালানোর সময় এক যুবক আটক হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হচ্ছে।</p>