<p>নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় কম্বল চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুই জনকে আটক করা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) ভোরে কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া এলাকা থেকে সেনাবাহিনী তাদের আটক করে।</p> <p>আটক পুলিশ সদস্য মো. আল আমিন মিয়া (৩০) কলমাকান্দা থানায় কর্মরত। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার ধিকপুর গ্রামে। অপর যুবক হলেন আবদুল আলিম। তিনি কলমাকান্দা উপজেলার ডোয়ারিয়াকোনা এলাকার বাসিন্দা। </p> <p>নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বে একটি টহল দল খাসপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৩৫২ পিস ভারতীয় কম্বলসহ একটি ট্রাক আটক করে সেনা সদস্যরা। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা থাকার সন্দেহে পুলিশ সদস্য আল আমিন মিয়া ও আবদুল আলিমকে আটক করা হয়। এ সময় দুটি মোটরসাইকেল, তিনটি মুঠোফোন, নগদ ৩৭৩ টাকা, একটি জাতীয় পরিচয় পত্রসহ কিছু কাগজপত্র জব্দ করা হয়।</p> <p>এ ব্যাপারে জানতে চাইলে নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্পের উপঅধিনায়ক মেজর জিসানুল হায়দার বলেন, একজন পুলিশ সদস্যসহ দুই জনকে আটক করা হয়েছে। এ সময় ৩৫২ পিস ভারতীয় কম্বলসহ একটি ট্রাক ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক হওয়া পুলিশ সদস্যকে পুলিশ সুপারের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হচ্ছে। এছাড়া এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পুলিশের গাড়িতে ধাক্কা, যুবকের লুঙ্গির নিচ থেকে বের হলো ছাগল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731853496-e20b7bb8211c117ac9c9706fe61db147.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পুলিশের গাড়িতে ধাক্কা, যুবকের লুঙ্গির নিচ থেকে বের হলো ছাগল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/17/1447716" target="_blank"> </a></div> </div> <p>কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, পুলিশ কনস্টেবলসহ কম্বল আটকের বিষয়টি শুনেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>