<p style="text-align:justify">সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলাসহ জেলার বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধের জরিপ কাজ শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। অন্যদিকে বাঁধ নির্মাণ কাজ আবারো প্রতি বছরের মতই পিআইসি নিতে তৎপরতা শুরু করেছে বির্তকিত, ধান্দাবাজ, সুবিধাবাদিরা। এতে করে হাওর পাড়ের কৃষকগন উদ্বিগ্ন হয়ে পড়েছেন। </p> <p style="text-align:justify">তবে অত্যাধুনিক প্রযুক্তি সার্ভে মেশিন আরটিকে ব্যবহার করে প্রি-ওয়ার্ক জরিপ কাজ সমাপ্ত করতে বির্তকিত, দূর্নীতিবাজ, সুবিধাবাদিদের সুযোগ না দিয়ে নির্ধারিত সময়েই এবার ফসল রক্ষাবাঁধ নির্মাণ কা শুরু ও শেষ করার আশ্বাস দিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড(পাউবো)। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পুঁজিবাজারে সূচকের পতন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/18/1731906215-37b97de29fae7dc979fea017b2a01168.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পুঁজিবাজারে সূচকের পতন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/stock-market/2024/11/18/1447935" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">কৃষক নেতা মেহেদী হাসান উজ্জ্বল জানান, কৃষকদের কষ্টে ফলানো বোরো ফসল রক্ষায় কোনো ভাবেই ধান্দাবাজ, সুবিধাবাদি, ফ্যাসিস্ট আ.লীগ সরকারের পেত্মাত্তারা এবং তাদের সহযোগিরা কোনো ভাবেই ফসল রক্ষাবাঁধ নির্মাণ কাজে ও বাস্থবায়ন কমিটিতে যেন থাকতে না পারে তার জন্য দায়িত্বশীলদেরকে কঠোর নজরদারি রাখতে হবে। তারা থাকলেই বরাদ্দ বাড়িয়ে কাজে অনিয়ম আর দূর্নীতি করে বির্তকিত করবে দায়িত্বশীলদেরকে। আর ক্ষতির মুখে পড়বে হাওর পাড়ের অসহায় লাখ লাখ কৃষক। </p> <p style="text-align:justify">জেলার খরচার হাওরপাড়ের কৃষকগণ জানান, বাঁধ নির্মাণের সময় হলেই কৃষক নামধারীরা কৌশলে বাঁধ নির্মাণের দায়িত্ব নিয়ে লাভের আশায় সঠিক ভাবে সময় মত কাজ না করে আমাদের কষ্টের ফসলকে বন্যার হুমকিতে ফেলে দেয়। ঐসব লোকজন আর বাঁধ নির্মাণ কাজ না পায় তার দাবি জানাই। আর হাওরে পানি থাকায় চারা রোপনের কাজ শুরু করেছি। পানি দ্রুত সরানোর ব্যবস্থা হলে ১৫-২০দিন এগিয়ে যাবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কারো প্রতি অভিযোগ নেই, আক্রোশ নেই : রাহুল আনন্দ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/18/1731904802-702b8fe0963ee5ef10b04652dc580504.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কারো প্রতি অভিযোগ নেই, আক্রোশ নেই : রাহুল আনন্দ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/11/18/1447933" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দায়িত্বে থাকা পানি পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী কিবরিয়া জানান, উপজেলার ৫টি হাওরের মধ্যে ২টি হাওরে (৬৪ কিলোমিটারের মধ্যে ২৫ কিলোমিটারের সার্ভের কাজ শেষ) সার্ভের কাজ শেষ হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, অত্যাধুনিক প্রযুক্তিতে সার্ভে মেশিন আরটিকে ব্যবহার করে জেলার ৫৩টি হাওরে ১১০০কিলোমিটার সার্ভে করা হবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হলমার্ক গ্রুপ এখন ধ্বংসস্তূপ, লুট হয়েছে সব যন্ত্রপাতি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/18/1731904434-9758ff02520db469b7a1bcf3a3c261ad.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হলমার্ক গ্রুপ এখন ধ্বংসস্তূপ, লুট হয়েছে সব যন্ত্রপাতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/11/18/1447931" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এর মধ্যে ২৮০ কিলোমিটারের সার্ভের কাজ হয়েছে। চলতি মাসের ৩০ তারিখের মধ্যেই সার্ভে কাজ শেষ করে স্কীম প্রণয়ণ করা সম্ভব হবে বলে জানান এই কর্মকর্তা। তিনি আরো জানান, হাওরে পানি থাকায় এখন সার্ভের কাজ শেষ করব। আর নীতিমালা অনুযায়ী প্রকৃত কৃষকদেরকেই নিয়ে আগামী মাসেই পিআইসি গঠন করে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করাও হবে। কোনো বির্তকিত লোক এবং অকৃষকদের পিআইসি দেয়া হবে না। </p>