<p>সাভারে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে সাভারে বাইশ মাইল এলাকায় গণস্বাস্থ্য হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে গ্লোবাল এ্যাটায়ার লিমিটেড কারখানা পাঁচ শতাধিক শ্রমিক। </p> <p>এ সময় শ্রমিকদের বিক্ষোভ অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে শিল্প পুলিশ জলকামান নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অন্তত চারজন শ্রমিক আহত হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কু‌ড়িগ্রা‌মে বাড়‌ছে শী‌তের তীব্রতা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/18/1731904725-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কু‌ড়িগ্রা‌মে বাড়‌ছে শী‌তের তীব্রতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/18/1447932" target="_blank"> </a></div> </div> <p>আন্দোলনকারীরা বলেন, শ্রমিকদের দাবি আদায়ে সোচ্চার থাকা ৩৫ জন শ্রমিককে অন্যায়ভাবে ছাঁটাই করেছে কারখানা কর্তৃপক্ষ। ছাঁটাইকৃত শ্রমিকদের অবিলম্বে চাকরিতে পুনর্বহালের দাবি জানান তারা। নয়তো কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।</p> <p>শিল্প পুলিশ জানায়, গ্লোবাল এ্যাটায়ার লিমিটেড কারখানা কর্তৃপক্ষ শ্রম আইনের ২৬ ধারা অনুযায়ী পাওনা আদি পরিষদের মাধ্যমে ৩৫ জন শ্রমিককে ছাঁটাই করে। ছাঁটাইকৃত সেসব শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি তুলে সকাল ৯টা থেকে ৫ শতাধিক শ্রমিক ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রথমে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। এরপরে তারা সড়ক না ছাড়ায় পরে জলকামান নিক্ষেপ করে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করা হয়।</p> <p>আশুলিয়া শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’</p>