<p>ভাঙ্গায় আগুনে পুড়ে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ইসমাইল মুন্সি (৪) ও ইয়াছিন মুন্সী (৩) নামের শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।</p> <p>রবিবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। ভাঙ্গা উপজেলার রশিবপুরা গ্রামে রান্নাঘরের আগুন থেকে শিশু দুটি অগ্নিদগ্ধ হয়। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যায় ইসমাইল মুন্সী। একই ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত ৩টার দিকে মারা যায় ইয়াছিন মুন্সী। আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে দুজনকে গ্রামের কবরস্থানে কবর দেওয়া হয়।</p> <p>এলাকাবাসী সূত্রে জানা যায়, রশিবপুরা গ্রামের দিনমজুর ছিদ্দিক মুন্সীর ছোট ছেলে ইসমাইল মুন্সী। আর ছিদ্দিক মুন্সীর বড় সন্তান আসাদ মুন্সীর ছেলে ইয়াছিন মুন্সী। ইয়াছিনের পিতা আসাদ মুন্সী (৩৪) গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কাজের সন্ধানে সৌদি আরব পাড়ি জমান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আত্মগোপনে পটিয়া আ. লীগের নীতিনির্ধারকেরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/18/1731918347-9bf4989c13221da464270f151d4201b2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আত্মগোপনে পটিয়া আ. লীগের নীতিনির্ধারকেরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/18/1447977" target="_blank"> </a></div> </div> <p>রশিবপুরা গ্রামের আওলাদ মুন্সী বলেন, ‘গতকাল রবিবার সকাল ১০টার দিকে দেখলাম বাড়ির রান্নাঘরের পাশে চাচা-ভাতিজা শিশু দুটি খেলা করছিল। একটু পরেই রান্নাঘরে আগুন লাগে। এলাকার লোকজন আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ে। রান্নাঘরের আগুন একটু নিয়ন্ত্রণে আসলে একজন রান্নাঘরের পাশের টয়লেটের পাটকাঠির বেড়া সরাতেই দেখা যায় শিশু দুটি অগ্নিদগ্ধ হয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। পরে তাদের উদ্ধার করে দুপুর পৌনে ১২টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুর আড়াইটার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই একে একে দুই শিশু মারা যায়।’</p> <p>ইসমাইল মুন্সির বাবা ছিদ্দিক মুন্সী বলেন, ‘গতকাল রবিবার আমি জমিতে কাজ করতে যাই। আমার স্ত্রী নাসিমা বেগম (৩০) সকালের রান্না শেষ করে পার্শ্ববর্তী মালিগ্রাম বাজারে একটি এনজিওর কিস্তি দিতে যায়। বাড়িতে ছোট ছেলে ও নাতিকে রেখে যায়। এরই মধ্যে আমার সব শেষ। আমার বড় ছেলে আসাদ মুন্সী (ইসমাইলের পিতা) ধারদেনা করে গত বৃহস্পতিবার সৌদি আরব যায়। তার ছেলেটাও মারা গেল। তাকে সান্ত্বনা দেবে কে?’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/18/1731917030-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/18/1447968" target="_blank"> </a></div> </div> <p>প্রতিবেশী মজিবর মুন্সী (৬৪) বলেন, ‘আগুন লাগার পরেই এলাকার মসজিদের মাইক থেকে এলাকাবাসীকে জানানো হয়। এলাকার মানুষ আগুন নেভানোর চেষ্টা করে। আমি আমার মটর চালিয়ে পানির ব্যবস্থা করি। সবাই রান্নাঘরের আগুন নিভিয়ে বাড়ির অন্য ঘর রক্ষার চেষ্টা করছিল। রান্নাঘরের পাশের টয়লেটে দুই শিশু আটকা পড়ার বিষয়টি কারো ধারণায় ছিল না। আমরা ধারণা করছি শিশু দুটি হয়তো চুলায় পাটকাঠি দিয়ে আগুন জ্বালিয়েছে। পরে আগুন ঘরে ধরে যাওয়ায় পাশের টয়লেটে আশ্রয় নিয়েছে। টয়লেটটির নিচে পাকা ও চারপাশে টিনের বেড়া ছিল।’</p> <p>দুই শিশুরই স্বজন উজ্জ্বল মুন্সী (২৮) বলেন, ‘আমি আমার অগ্নিদগ্ধ ভাই ও ভাতিজাকে নিয়ে ঢাকায় গিয়েছিলাম। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। তারপরেও বাঁচাতে পারলাম না। আগুনে ইসমাইলের শরীরের প্রায় ৯০ ভাগ ও ইয়াছিনের শরীরের ৬৮ ভাগ পুড়ে যায়।’</p> <p>রশিবপুরা দাখিল মাদরাসার সুপার মো. ইদ্রিস আলী বলেন, ‘এ ঘটনায় পুরো এলাকাবাসী শোকাহত। দুটি ফুলের মতো কোমলমতি শিশুর মর্মান্তিক মৃত্যু সহ্য করা যায় না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বীরগঞ্জে নতুন আলুর কেজি ১২০ টাকা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/18/1731909360-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বীরগঞ্জে নতুন আলুর কেজি ১২০ টাকা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/18/1447946" target="_blank"> </a></div> </div> <p>ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মৌলি চৌধুরী জানান, অগ্নিদগ্ধ ইয়াসিনের শরীরের প্রায় ৬৮ ভাগ এবং ইসমাইলের শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে। তাদের  অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে প্রেরণ করেছিলাম।</p>