<p>বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীর ওপর হামলার অন্যতম আসামি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আকাশ আহমদ কে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। </p> <p>রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সদর ইউনিয়নের গাজিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আকাশ উপজেলার জয়চন্ডি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দুইটি মামলা রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘একটি মহল বিএনপির ভাবমূর্তি নষ্টের গভীর ষড়যন্ত্র করছে’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/18/1731927986-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘একটি মহল বিএনপির ভাবমূর্তি নষ্টের গভীর ষড়যন্ত্র করছে’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/18/1448028" target="_blank"> </a></div> </div> <p>কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান<br /> সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানীমূলক পোস্ট এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার আসামি হিসেবে তাকে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে কোর্টে সোপর্দ করা হয়।</p>