<p style="text-align:justify">গৃহবধূ হত্যার ঘটনায় স্বামীর ফাঁসির দাবিতে নেত্রকোনার কেন্দুয়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার সান্দিকোনা ইউনিয়নে সান্দিকোনা স্কুল এন্ড কলেজের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ স্থানীয় এলাকাবাসীরা এ মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণ করেন। </p> <p style="text-align:justify">মানববন্ধনে ফারজানা আক্তার শান্তার বাবা জুয়েল ভূঞা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বিনা কারণে পৈশাচিক নির্যাতন ও পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করেছে মুরাদ। আমি আমার মেয়ের হত্যাকারীর ফাঁসি চাই। আমার মেয়ের হত্যার বিচার দেখে যাতে আর কেউ এ ধরনের কাজ করতে সাহস না পায়।’</p> <p style="text-align:justify">মানববন্ধনে নিহতের চাচা গোলাম মোস্তফা ভূঞা খোকন, মো. দেলোয়ার হোসেন ভূঞা, সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান খান মহসিন, সান্দিকোনা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইয়াসিন আরাফাত, বিএনপি নেতা আবুল বাসার, যুবদল নেতা আসাদুজ্জামান বাবুল, সান্দিকোনা স্কুল এন্ড কলেজের শিক্ষক শাহজাহান কবীর, মাতৃচায়া অ্যাকাডেমির পরিচালক মাওলানা আলমগীর হোসেন, হলিচাইল্ড কিন্ডার গার্টেনের পরিচালক ইলিয়াস কাঞ্চন সুজন, নিউ সান রাইজ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম ভূঞা বাদলসহ অনেকেই বক্তব্য রাখেন। </p> <p style="text-align:justify">এছাড়াও ঘাতক স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।</p> <p style="text-align:justify">শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম বলেন, আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। </p>