<p style="text-align:justify">বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ‘বিগত ১৭ বছর দুর্নীতির ব্লাঙ্ক চেক দেওয়া হয়েছিল, যাতে যে যেমন খুশি লুটপাট করতে পারে। এবার এমন সংস্কার করা হবে, আগামীতে ব্যক্তির পরিবর্তন হবে, কিন্তু সিস্টেম থেকে যাবে।’</p> <p style="text-align:justify">আজ সোমবার সন্ধ্যায় যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">এসময় উপদেষ্টা বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যেটি শুরু হয়েছে। এটি রাজনৈতিক সরকার এসেও অব্যাহত রাখবে।’</p> <p style="text-align:justify">এই সরকার কেয়ারটেকার বা রুটিন সরকার নয় উল্লেখ তিনি বলেন, ‘তরুণ ছাত্ররা আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা হলাম ট্রাস্টি। এই রাষ্ট্রকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। ছাত্র-জনতার বিপ্লবের প্রত্যাশা পূরণে আমরা এসেছি।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘যশোরে পর্যটন খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা রয়েছে। এখান থেকে উৎপাদিত ফুল সারা দেশে এবং বিদেশেও রপ্তানি হচ্ছে। এই ফুলের বাগানের মাঠ পর্যটনের ক্ষেত্র হতে পারে। সে বিষয়টিকে আমরা গুরুত্ব দিচ্ছি।’</p> <p style="text-align:justify">বাজারে দ্রব্যমূল্য সম্পর্কে বলতে গিয়ে উপদেষ্টা বলেন, ‘সিন্ডিকেট একক ব্যক্তি নয় এটা একটা ব্যাড সিস্টেম।’</p> <p style="text-align:justify">এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ‘সারা দেশে ১৫০০ পিকনিক স্পট পরিদর্শন করে সেগুলোর মান উন্নয়নের চেষ্টা করা হবে।’ অভ্যন্তরীণ পর্যটন সুবিধা বাড়ানো হবে বলেও জানান তিনি। </p> <p style="text-align:justify">যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায়ে আরো বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পাবলিক প্রসিকিউটর সৈয়দ সাবেরুল হক সাবু, জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল, যশোর প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খান প্রমুখ।</p>