<p style="text-align:justify">নাশকতা, হামলা ও ভাংচুরের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১২৭ জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় মামলা হয়েছে।</p> <p style="text-align:justify">উপজেলার কুটি এলাকার সিরাজুল হক ইনু নামে এক যুবক রবিবার (১৭ নভেম্বর) রাতে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো এক-দেড়শ’ জনকে আসামি করা হয়েছে। বাদী সিরাজুল ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।</p> <p style="text-align:justify">মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য মো. শাহ আলম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন, সাবেক উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন, সাবেক পৌর মেয়র এম.জি হাক্কানী, আওয়ামী লীগ নেতা রুস্তম খাঁ, কাজী আজহারুল ইসলাম, এম.এ আজিজ, শফিকুল ইসলাম, মোস্তাক আহমেদ প্রমুখ।</p> <p style="text-align:justify">অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সকালে কুটি চৌমুহনী চৌরাস্তা মোড়ে অভিযুক্তরা হামলা চালায় ও নাশকতার সৃষ্টি করে।</p>