<p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামি ও বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। </p> <p style="text-align:justify">মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে তাকে রংপুর সিএমএম আদালত-২ এ ৫ দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে বিচারক মো. আসাদুজ্জামান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী রোকনুজ্জামান।</p> <p style="text-align:justify">এর আগে সোমবার (১৮ নভেম্বর) রাত ১০ টার দিকে পিবিআই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নগরীর আলমনগর এলাকার একটি বাসা থেকে ডেকে নিয়ে যান এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়।<br />  <br /> রংপুর পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, আমরা তাকে গ্রেপ্তার করে আদালতে তুলে রিমান্ড আবেদন করেছি। আদালত তা মঞ্জুর করেছেন।</p> <p style="text-align:justify">বাদীর প্যানেল আইনজীবী রোকনুজ্জামান রোকন বলেন, আমরা চাই সঠিক বিচার। আমরা যেকোনো মূল্যে পলাতক আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করছি। </p>