<p style="text-align:justify">রংপুর-১ আসনের সাবেক দুই সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা ও আসাদুজ্জামান বাবলুসহ আওয়ামী লীগ-জাতীয় পার্টির ৩৯ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের হয়েছে। এ মামলায় আরো ২৫০-২৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল এমরান।</p> <p style="text-align:justify">মামলার এজাহারে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও বিএনপির পার্টি অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট, ছিনতাই এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তোলা হয়েছে।</p> <p style="text-align:justify">গত সোমবার (১৮ নভেম্বর) গঙ্গাচড়া মডেল থানায় জাতীয়তাবাদী তাঁতী দলের উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাবু মামলাটি করেন।</p> <p style="text-align:justify">মামলার অন্য আসামিরা হলেন-জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সাবেক-এমপি মশিউর রহমান রাঙ্গার ছেলে জিতু, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুর ইসলাম মমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন অভি, গজঘণ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী, গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, মর্ণেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, যুবলীগ নেতা আতাউর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাজালাল প্রমুখ।</p>