<p>তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, জনপ্রশাসনকে দলীয়মুক্ত, নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিল করে নতুন আইন প্রণয়নসহ যেসব জন-আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে সেগুলোকে গুরুত্ব দিয়ে সংস্কার কমিটির কাছে ‘জন-আকাঙ্ক্ষাভিত্তিক সুপারিশ’ প্রণয়নের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।</p> <p>মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে সংবাদ সম্মেলনে জন-আকাঙ্ক্ষাভিত্তিক অগ্রাধিকার তুলে ধরেন সংগঠনের সদস্যরা।</p> <p>সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নির্বাচনব্যবস্থা, সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্যবিষয়ক, গণমাধ্যম, শ্রমিক অধিকার, নারীবিষয়ক ও স্থানীয় সরকার সংস্কারে জন-আকাঙ্ক্ষাভিত্তিক বিভিন্ন অগ্রাধিকার লিখিত বক্তব্য পাঠ করেন দ্য হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে রাজু।</p> <p>বক্তব্যে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে কর্তৃত্ববাদী আওয়ামী শাসনের অবসানের ওপর একটি অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনা করছে। এ সরকারের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্রব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কার করে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করা। সংস্কারের লক্ষ্যে ইতোমধ্যে বেশ কয়েকটি সংস্কার কমিশনও করা হয়েছে। সংস্কার কমিশনের কাছে সুজনের প্রত্যাশা, তাদের সুপারিশমালায় যেন জন-আকাঙ্ক্ষাগুলো গুরুত্ব পায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুড়িগ্রামে পিপি-জিপি নিয়োগ প্রত্যাখ্যান করলেন আইনজীবীদের একাংশ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/19/1732024701-e98159ffd3b30d7b58e84ca256b42b4d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুড়িগ্রামে পিপি-জিপি নিয়োগ প্রত্যাখ্যান করল আইনজীবীদের একাংশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/19/1448429" target="_blank"> </a></div> </div> <p>১১ দফা অগ্রাধিকারগুলো প্রস্তাবনায় বিশেষ অগ্রাধিকার গুলো হলো- নির্বাচন কমিশন আইন বাতিল করে নতুন করে প্রণয়ন, অনুসন্ধান কমিটিতে সরকারি ও বিরোধী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, এক ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন, এমন বাধ্যবাধকতা সৃষ্টি, জনপ্রশাসনকে সম্পূর্ণ দলীয়মুক্ত, ক্ষমতাসীন দলের প্রভাব থেকে বিচার বিভাগকে মুক্ত করা, পুলিশ প্রশাসনকে দলীয় মুক্তকরণ, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, নারীর অর্থনীতি ও রাজনৈতিক ক্ষমতায়ন, স্থানীয় সরকারের কর্মকাণ্ডে সংসদ সদস্যদের অস্ত্র নিষিদ্ধ করাসহ গুরুত্বপূর্ণ অনেক অগ্রাধিকার তুলে ধরা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রংপুরে সাবেক এমপি রাঙ্গা ও বাবলুর বিরুদ্ধে মামলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/19/1732024335-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রংপুরে সাবেক এমপি রাঙ্গা ও বাবলুর বিরুদ্ধে মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/19/1448427" target="_blank"> </a></div> </div> <p>এ সময় উপস্থিত ছিলেন সুজনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সম্পাদক গোলাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্বাধীন, মহানগর সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, প্রচার সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।</p>