<p>চাঁদপুরে সবধরনের অপরাধ নির্মূলে আবারও নড়েচড়ে বসেছে পুলিশ। দিন-রাত যেকোনো সময় অপরাধ নির্মূলে চাঁদপুরে শুরু হয়েছে মোটরসাইকেল পেট্রোলিং। জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো ছাড়াও নির্জন স্থানে দলবেঁধে মোটরসাইকেলে ঘুরছেন পুলিশ সদস্যরা।</p> <p>গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত থেকে শুরু হয় চাঁদপুরের ৮ থানা ও বিভিন্ন ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ এই কর্মসূচি। পুলিশের ব্যতিক্রম এমন টহল অভিযানে জেলার হাজীগঞ্জে ৯ এবং চাঁদপুর সদরে ৮ জনকে আটক করা হয়। তারা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত কি না, তা যাচাই-বাছাই চলছে।</p> <p>চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় জানান, জেলার সব থানা এলাকায় কিশোর গ্যাং, মাদক এবং অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলের লক্ষ্যে পুলিশের মোটরসাইকেল পেট্রোলিং শুরু হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গাজীপুরে প্যাকেজিং কারখানায় আগুন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732078942-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গাজীপুরে প্যাকেজিং কারখানায় আগুন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/20/1448649" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো জানান, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় চাঁদপুরের প্রতিটি থানা এলাকায় এই মোটরসাইকেল পেট্রোলিং কার্যক্রম শুরু হয়। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে পুলিশ- কিশোর গ্যাং, মাদক এবং অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলের লক্ষ্যে এমন মোটরসাইকেল পেট্রোলিং চালু করেছে। এই পদক্ষেপের মাধ্যমে পুলিশ দ্রুত সাড়া দিতে সক্ষম হবে এবং এলাকা জুড়ে দৃশ্যমান উপস্থিতির মাধ্যমে অপরাধ প্রতিরোধ করতে সহায়তা করবে।</p> <p>এদিকে, চাঁদপুর জেলার প্রতিটি থানা এলাকায় পুলিশের ব্যতিক্রম এমন মোটরসাইকেল পেট্রোলিং কার্যক্রম চালু হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছন অনেকেই। পুলিশের এমন কর্মসূচি অব্যাহত থাকলে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সৃষ্ট অনেক ধরনের অপরাধ নির্মূলে সহায়তা ভূমিকা পালন করবে বলে মনে করছে মানুষ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পরিষ্কার বোঝা যাচ্ছে বিএনপি সরকার গঠন করবে : আবুল কালাম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732077656-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পরিষ্কার বোঝা যাচ্ছে বিএনপি সরকার গঠন করবে : আবুল কালাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/20/1448641" target="_blank"> </a></div> </div> <p>গতকাল মঙ্গলবার রাতে চাঁদপুর শহরের কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে- একাধিক মোটরসাইকেল নিয়ে পুলিশ সদস্যরা দাপিয়ে বেড়াচ্ছেন। এতে মানুষজন রাতের আঁধারে স্বস্তির সঙ্গে পথ চলছেন।</p> <p>গত কয়েকদিন ধরে চাঁদপুর শহর ও বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাতসহ অন্যান্য মাথাচাড়া দিয়ে ওঠে। তার প্রেক্ষিতে জনমনে স্বস্তি ফেরাতে এমন উদ্যোগ নেয় পুলিশ।</p>