<p style="text-align:justify">বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ নিয়ে চক্রান্ত হলে জনগণই তা রুখে দিবে। এদেশের মানুষ ভারতীয় আধিপত্য মেনে নিবে না। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দিন। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।</p> <p style="text-align:justify">বুধবার (২০ নভেম্বর) বিকেলে ফেনীর ছাগলনাইয়া উপজেলার আদালত মাঠে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।</p> <p style="text-align:justify">মির্জা ফখরুল বলেন, ড. মোহাম্মদ ইউনুস আমাদের গর্বের প্রতীক। আমরা আশা করছি, তিনি রাষ্ট্রের সর্বস্তরের জঞ্জাল সাফ করে দেশকে টেনে তুলবেন। জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। এদেশের উন্নয়ন যা করেছে সবই বিএনপি অবদান। আওয়ামী লীগ প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে। নিবার্চন যত দ্রুত হবে, ততই দেশের মঙ্গল হবে। </p> <p style="text-align:justify">বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ তারেক রহমানসহ ৬০ লাখ মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। অনেক নেতাকর্মীদেরকে গুম করে চিরদিনের জন্য শেষ করে দেয়া হয়েছে। দেশে এমন একটা সময় গেছে যে, মানুষ কথা বলতে পারেনি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে কাছে কোনোদিন মাথা নত করেনি। ছাত্র-জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। জুলুম নির্যাতনের ভয়াবহতার কারণে শেখ  হাসিনার পতন হয়েছে। </p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন এবার বাস্তবায়িত হবে। আমরা সেই আশায় বুক বেঁধে আছি। বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারকে সংস্কারের জন্য সময় দিচ্ছি। সংস্কারের কথা বলে বেশি সময় নিলে বাংলার মানুষ তা মেনে নিবে না। আমাদের নেতার মামলা প্রত্যাহার করে দেশে আসার সুযোগ করে দিতে হবে।</p> <p style="text-align:justify">ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং বিএনপির গ্রাম সরকারবিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও জয়নাল আবদীন ভিপি, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ। </p> <p style="text-align:justify">এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জাতীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।</p>