<p>চট্টগ্রামের পটিয়ায় গরু ডাকাতি রোধ করতে পুলিশ সুপারের শরণাপন্ন হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের নেতারা। বুধবার (২০ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় নেতারা জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বরাবর পটিয়ায় গরু ডাকাতি ও প্রশাসনের অসহযোগিতা প্রসঙ্গে একটি চিঠি দেন।</p> <p>চিঠিতে বলা হয়েছে, বিগত কয়েক বছরে চট্টগ্রামের পটিয়া থানার বিভিন্ন এলাকায় অস্ত্রধারী ডাকাতদল গরু ডাকাতিতে লিপ্ত হয়েছে। এসব বিষয়ে পটিয়া থানা বেশ কিছু মামলা ও অভিযোগ হলেও থানা থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশেষ করে গত ১৩ নভেম্বর রাতে হাবিলাসদ্বীপ এলাকার একটি খামারে কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৯টি গরু নিয়ে যায় ডাকাতরা। এ ছাড়া বিগত কয়েক বছর যাবৎ প্রান্তিক খামারিদের খামার থেকে প্রতি সপ্তাহে ২-৪টি করে গরু সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। গত আগস্ট ও সেপ্টেম্বরে অন্তত ২০টি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ভিডিও ফুটেজ, ডাকাতদের ছবি ও সময়ের বিষয়ে থানায় জানানো হলেও তাদের গাফিলতির কারণে গরু উদ্ধার এবং ডাকাতদের আইনের আওতায় আনা হচ্ছে না।</p> <p>চিঠিতে আরো বলা হয়, গত ৩ নভেম্বর জঙ্গলখাইন ইউনিয়নের আজম আলীর খামারে ডাকাতি করতে গেলে জনতা ধাওয়া দেয়। এ সময় অস্ত্রধারী ডাকাত দল এলোপাতাড়ি গুলি করলে ৪ জন খামারি গুলিবিদ্ধ হন। একজন ডাকাতকে জনগণ ধরে পটিয়া থানায় সোপর্দ করে। ৩ নভেম্বর সেই ডাকাতকে ৩৯৩ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। এখন পর্যন্ত ওই মামলার আর কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। গত ১১ নভেম্বর পটিয়া ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের সদস্যরা পটিয়া থানার ওসির সঙ্গে দেখা করতে যান। এ সময় তারা গরু ডাকাতির মামলা ও আসামি নিয়ে কথা বলতে গেলে তাদেরকে রুম থেকে বের হয়ে যেতে বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টুঙ্গিপাড়ায় আ. লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732107762-ca538c343179bf0fbdfab6cd10469afd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টুঙ্গিপাড়ায় আ. লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/20/1448804" target="_blank"> </a></div> </div> <p>গত ৪ বছরে পটিয়া থানা ও আশপাশের এলাকায় ১৫০ টিরও অধিক খামারে ডাকাতি হয়। এতে প্রায় ৫০০টির অধিক গরু মহিষ অস্ত্রধারী ডাকাতদল নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। অথচ পটিয়া থানায় অসংখ্য অভিযোগ ও মামলা থাকলেও এই বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ এবং কোনো ডাকাতকেই আইনের আওতায় এনে সাজার ব্যবস্থা করেনি।</p> <p>চিঠিতে তারা সেসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থার জোরদার এবং চুরি হওয়া গুরু উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পটিয়ায় চাচার হাতে ভাতিজা খুন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731789939-baaeaeb31ae8cffaa0d3c5d0d1ab1751.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পটিয়ায় চাচার হাতে ভাতিজা খুন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/17/1447525" target="_blank"> </a></div> </div> <p>এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর, বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইকবাল হোসেন, চট্টগ্রাম জেলা ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ওমর, পটিয়া ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের সভাপতি আবছার উদ্দিন মো. রাসেল, সাধারণ সম্পাদক কপিল উদ্দিন, চট্টগ্রাম জেলা ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কাউচার শাহ প্রমুখ।</p>