<p>রাজশাহীর পুঠিয়ায় এক ভুয়া চিকিৎসককে আটকের পর ভ্রাম্যামাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) উপজেলা সদরে এ ঘটনা ঘটে।</p> <p>অভিযুক্ত সরফরাজ মিন্টু উপজেলার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। চিকিৎসক না হয়েও রোগী প্রতি ২০০ টাকা করে নিয়ে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।</p> <p>জানা গেছে, বুধবার সকালে উপজেলা সদরের সাথী ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে রোগী দেখছিলেন সরফরাজ মিন্টু। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝরের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতে সরফরাজ মিন্টুর ১০ হাজার টাকা জরিমানা করা হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="র‍্যাব পরিচয়ে প্রতারণা, দুই যুবক আটক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732110113-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>র‍্যাব পরিচয়ে প্রতারণা, দুই যুবক আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/20/1448817" target="_blank"> </a></div> </div> <p>এদিকে এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় স্থানীয় কয়েকজন সাংবাদিককে মিথ্যা মামলায় জড়ানোসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি জিডি করেন সাংবাদিকরা।</p> <p>এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, একজন ভুয়া চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনার পরে কয়েকজন সাংবাদিককে নাকি হুমকি দেওয়া হয়েছে। থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মায়ের অভিযোগে মাদক ব্যবসায়ী ছেলেসহ আটক ৩" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732110630-1188239e159e05bbc81418676c76c2a1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মায়ের অভিযোগে মাদক ব্যবসায়ী ছেলেসহ আটক ৩</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/20/1448821" target="_blank"> </a></div> </div> <p>উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম নূর হোসেন নির্ঝর বলেন, পুঠিয়া পৌর সদরে কৃষ্ণপুর এলাকায় সরফরাজ মিন্টু নামের এক ব্যক্তি চিকিৎসক পরিচয়ে সেবা দিয়ে আসছিলেন। যদিও তার চিকিৎসা বিষয়ে কোনো ডিগ্রি নেই। এছাড়া তিনি রোগী দেখার জন্য জনপ্রতি ২০০ টাকা করে নিতেন। এসব অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে তিনি এ ধরনের কাজ করবেন না বলে মুচলেকা নেওয়া হয়েছে।</p>