<p style="text-align:justify">প্রায় এক যুগ আগে কক্সবাজার জেলা পরিষদের জায়গায় নির্মিত চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ও শহীদ মিনার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২০ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিনের নেতৃত্বে এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। দখলমুক্ত করা হয় জেলা পরিষদের জায়গা। </p> <p style="text-align:justify">ইউনিয়নের ছিকলঘাট স্টেশনে চালানো এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুদ্দিন, থানার একদল পুলিশসহ বেশকিছু শ্রমিক। </p> <p style="text-align:justify">অভিযানে বুলডোজার চালিয়ে নিমিষেই গুঁড়িয়ে দেওয়া হয় লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ও সামনের শহীদ মিনারটি। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বেতন বৃদ্ধির দাবিতে নাসিকের পরিচ্ছন্নতাকর্মীদের নগর ভবন ঘেরাও" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732111889-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বেতন বৃদ্ধির দাবিতে নাসিকের পরিচ্ছন্নতাকর্মীদের নগর ভবন ঘেরাও</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/20/1448824" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন বলেন, জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা গুঁড়িয়ে দিয়ে বিপুল জায়গা দখলমুক্ত করা হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে। </p>