<p>টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাছুরা পারভীন ও ডিফেন্ডার আফঈদা খন্দকার প্রান্তিকে সাতক্ষীরায় সংবর্ধনা দেওয়া হয়েছে। </p> <p>বৃহস্পতিবার (২১ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।</p> <p>সংবর্ধনাকালে সাতক্ষীরার এই তিন কৃতি খেলোয়াড়ের হাতে স্মারক ও প্রাইজ মানি হিসেবে ১ লাখ টাকা করে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, ফুটবল কোচ ও আফঈদা খন্দকার প্রান্তির বাবা প্রিন্স খন্দকার প্রমুখ।</p> <p>অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে অনুভতি প্রকাশ করতে গিয়ে জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার মাছুরা পারভীন বলেন, ‘আমরা যখন খেলায় জিতি, তখন এমন সংবর্ধনা পেয়ে খুব খুশি হই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সর্বশক্তি দিয়ে চেষ্টা থাকবে শহীদদের রক্তের সঙ্গে যাতে বেঈমানি না হয় : নতুন সিইসি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732189392-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সর্বশক্তি দিয়ে চেষ্টা থাকবে শহীদদের রক্তের সঙ্গে যাতে বেঈমানি না হয় : নতুন সিইসি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/21/1449125" target="_blank"> </a></div> </div> <p>আফঈদা খাতুন প্রান্তি বলেন, ‘আমরা আগামীতে আরো ভালো করতে চাই, এর জন্য সাতক্ষীরা তথা দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা কঠোর পরিশ্রম করি, যাতে সাতক্ষীরা তথা দেশকে উঁচুতে নিয়ে যেতে পারি। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।’</p> <p>নতুন মেয়েদের ক্রীড়াঙ্গনে নিয়ে আসার প্রচেষ্টা না থাকায় সংবর্ধনা সভায় ক্ষোভ প্রকাশ করেন জাতীয় দলের ক্যাপ্টেন সাবিনা খাতুন। তিনি বলেন, ‘সাতক্ষীরায় অনেকে আছেন, যারা জাতীয় পর্যায়ে খেলছেন। এখানে অনেক প্রতিভা আছে, কিন্তু পরিচর্যার অভাবে ঝরে যাচ্ছে। মাসুরা ও আমার কোচ আকবার স্যার মারা গেছেন। প্রান্তিকে তুলে এনেছেন তার বাবা। বর্তমানে সাতক্ষীরায় মেয়েদের তুলে এনে খেলোয়াড় বানানোর কোন চেষ্টা নেই। স্টেডিয়ামে মেয়েদের টুর্নামেন্ট বা প্রশিক্ষণের ব্যবস্থা নেই। ভালো খেললে আমরা সংবর্ধনা পাব, কিন্তু নতুন খেলোয়াড় উঠে আসার পরিবেশ থাকবেনা, এটা আমরা চাই না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এক কলা বিক্রয় হলো ৭৫ কোটি টাকায়!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732189204-fd4c8e59b8a7add298869bd9fef2417c.JPG" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এক কলা বিক্রয় হলো ৭৫ কোটি টাকায়!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/21/1449124" target="_blank"> </a></div> </div> <p>অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ‘এই তিন নারী ফুটবলার সাতক্ষীরাকে গৌরান্বিত করেছে। তাদের সংবর্ধনা দিতে পেরে জেলা প্রশাসন গর্বিত। তাদের কৃতিত্ব একদিনে আসেনি। অনেক ত্যাগ ও পরিশ্রমের ফলে তারা এ জায়গায় পৌছাতে পেরেছে। একজন দামী খেলোয়াড় দেশের সম্পদ, ক্রীড়াঙ্গনের সম্পদ। তাদের উৎসাহিত করা সকলের দায়িত্ব।’</p> <p>সাতক্ষীরার ক্রীড়া সংগঠক তাইজুল ইসলাম রিপন জানান, সাতক্ষীরা থেকে আরো খেলোয়াড় তৈরিতে দরকার সরকারি-বেসরকারি পৃষ্টপোষকতা। সহায়তা পেলে সাতক্ষীরা থেকে আরো খেলোয়াড় উঠে আসবে।</p>