<p>১৬ ডিসেম্বর বিয়ে ইসরাত জাহান তামান্নার (২৩)। তাই পরিবারে চলছে বিয়ের প্রস্তুতি ও কেনাকাটা। একই অবস্থা প্রবাসী বর শাহেদের বাড়িতেও। নতুন সম্পর্ক বাঁধবেন বলেই বুধবার দেশে ফিরেছিলেন। কিন্তু বিমানবন্দরে নেমেই শুনতে পান সেই মর্মান্তিক ঘটনা। তার হবু স্ত্রী তামান্না আর নেই। এই খবরে বর শাহেদ যেমন ভেঙে পড়েন তেমনি হাহাকার শুরু হয় তামান্নার বাড়িতেও। এ ঘটনায় দুই বাড়িতেই নেমে আসে শোকের ছায়া।</p> <p>তামান্নার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট জাহানাবাদ গ্রামে। তিনি ঐ এলাকার মো. দিদারুল আলমের মেয়ে।</p> <p>সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি তামান্নার সঙ্গে বিয়ে ঠিক হয় নগরীর বলিরহাট এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ শাহেদের। আগামী ১৬ ডিসেম্বর বিয়ের দিন ধার্য হয়। ইতোমধ্যে দুই পরিবারেই কেনাকাটাসহ প্রস্তুতি শুরু হয়েছে। ভাড়া করা হয়েছে কমিউনিটি সেন্টারও।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় যুবদল-স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732194703-3ffd19597a07d4a0cb4030e9381af31b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় যুবদল-স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/21/1449150" target="_blank"> </a></div> </div> <p>ঘটনার শুরু সপ্তাহ খানেক আগে। হঠাৎ তামান্নার গায়ে জ্বর দেখা দেয়। জ্বর কমছিল না কিছুতেই। দিন দিন অবস্থার অবনতি হতে থাকলে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানো হয়। তাতে তার ডেঙ্গু ধরা পড়ে। পরে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থা আরো খারাপের দিকে যেতে থাকলে অন্য আরেকটি একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুইদিন আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।</p> <p>তামান্নার মামা শাহেদ মিয়া বলেন, ‘আমরা ভাগনিকে বৌ সাজিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। লাল বেনারসি পরে সে স্বামীর ঘরে যাওয়ার কথা। কিন্তু কি হয়ে গেল এখন। আমার আদরের ভাগ্নিকে আজ শেষ বিদায় দিলাম। এখনও মনে হচ্ছে যেন সব কিছু মিথ্যা। এমন তো হতেই পারে না। তার জ্বর হয়েছিল। ভাবলাম ভালো হয়ে যাবে। জ্বর কমেও গিয়েছিল দুয়েকদিন আগে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সীতাকুণ্ডে সড়কে ঝরল জামায়াত নেতার প্রাণ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/23/1727075037-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সীতাকুণ্ডে সড়কে ঝরল জামায়াত নেতার প্রাণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/23/1428124" target="_blank"> </a></div> </div> <p>তিনি অভিযোগ দিয়ে বলেন, ‘জ্বর কমলেও চিকিৎসকরা তাকে ইনজেকশন দিয়েই গেছেন। এসব ইনজেকশনের সাইড এফেক্টে আমরা ভাগনির অকাল মৃত্যু হতে পারে বলে মনে করছি আমরা। এরকম মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।’</p>