<p>বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অপরাধে একটি ট্রলারসহ ১৬ জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) তাদের মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।</p> <p>এর আগে বুধবার মোংলা সমুদ্রবন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়াসংলগ্ন বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা তাদের আটক করে। আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।</p> <p>এ সময় তাদের ট্রলার থেকে ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয়। পরে ওই মাছগুলো নিলামে ১ লাখ ১১ হাজার টাকায় বিক্রি করা হয়। </p> <p>মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় একটি ট্রলারসহ ভারতীয় ১৬ জেলেকে আটক করে। ওই জেলেরা বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন। বুধবার রাতেই ওই জেলেদের মোংলা কোস্ট গার্ড ঘাঁটিতে আনা হয়।</p> <p>ওসি মো. আনিসুর রহমান আরো জানান, আটককৃত ভারতীয় ১৬ জেলের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ এবং মাছ ধরার অপরাধে সমুদ্র মৎস্য আইন ২০২০ সালের ২৫-এর ১ ধারায় মামলা করা হয়। আটক ভারতীয় জেলেদের বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেলা কারাগারে প্রেরণ করেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মোংলায় দুই জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলে, কোস্ট গার্ডের অভিযান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730531119-186daac2677910ae0f07387f3678e218.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মোংলায় দুই জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলে, কোস্ট গার্ডের অভিযান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/02/1441842" target="_blank"> </a></div> </div> <p>এর আগে ১৭ অক্টোবর বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে মোংলা কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সদস্যরা ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তিনটি ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে আটক করে। পরে তাদের মোংলা থানায় হস্তান্তর করে মামলা করা হয়।</p>