<p>কালের কণ্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের পর ঝিনাইদহের কালীগঞ্জ থেকে আলোচিত নারী মাদক ব্যবসায়ী তানিয়া বেগমের তিন সহযোগীকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) পৌর শহরের আড়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।</p> <p>আটকরা হলেন কালীগঞ্জের আড়পাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী দিপালী বেগম, মো. রাজু আলীর স্ত্রী ডলি বেগম ও আজিজ মোল্লার স্ত্রী চম্পা বেগম। কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পরিদর্শক মানিক চন্দ্র গাইন।</p> <p>তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আড়পাড়া এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী তানিয়া বেগমের ডেরায় যৌথবাহিনী অভিযান চালায়। সেই সময় তিন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা, নগদ ৩০ হাজার ৪০০ টাকা ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।</p> <p>২০ নভেম্বর কালের কণ্ঠর প্রিন্ট ও অনলাইনে ভার্সনে ‘গ্রামে গ্রামে চলছে মাদকের হোম ডেলিভারি’ শিরোনামে ওই নারী মাদক ব্যবসায়ীদের নাম উল্লেখ করে সংবাদ প্রকাশিত হয়। এরপর জেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।</p>