<p>কিশোরগঞ্জে ছোটভাইকে যৌথ মালিকানাধীন বাড়ি থেকে উচ্ছেদসহ জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক জেলা প্রশাসক (ডিসি) আব্দুর রহিম মোল্লার (৭০) বিরুদ্ধে। এসব অভিযোগে পুলিশের কার্যকর ভূমিকার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ছোট ভাই আব্দুল করিম মোল্লা (৬৭)।</p> <p>শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে জেলা শহরের স্থানীয় একটি অনলাইন গণমাধ্যমের অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগীর ছেলে আশিকুর রহমান মোল্লাও উপস্থিত ছিলেন। </p> <p>আব্দুল করিম মোল্লা ও আব্দুর রহিম মোল্লা দুই ভাই। জেলার ইটনা উপজেলার বাদলা গ্রামের বাসিন্দা তারা।</p> <p>সংবাদ সম্মেলনে করিম মোল্লা জানান, তাদের পরিবার ও পৈত্রিক সম্পদ আনুষ্ঠানিক ভাগ-বাটোয়ারা হয়নি। গ্রামে তার ভাগের অন্তত ২০ একর ফসলি জমি বড়ভাই দখল করে দীর্ঘদিন ধরে ভোগ করছেন। এর পরও তিনি নীরব ছিলেন। কিন্তু শহরে অবস্থিত যৌথভাবে তৈরি বাড়ি থেকেও তাকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। </p> <p>লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গ্রামের পৈত্রিক সম্পত্তি উদ্ধার করতে পারিনি। এখন শহরের নীলগঞ্জ রোডের বাসাটি রক্ষা করতে গিয়ে বিপাকে পড়েছি। নিজে লেখাপড়া না করে কৃষিকাজের টাকায় বড়ভাইকে লেখাপড়া করিয়েছি। এখন আমাকে এই প্রতিদান দিচ্ছেন তিনি।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কিশোরগঞ্জে মাদরাসাছাত্র হত্যায় একজনের মৃত্যুদণ্ড" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730894554-9290ee17c48a1abb6debf93f5f0e529c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কিশোরগঞ্জে মাদরাসাছাত্র হত্যায় একজনের মৃত্যুদণ্ড</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/06/1443489" target="_blank"> </a></div> </div> <p>এ ঘটনায় ছোটভাই সম্প্রতি কিশোরগঞ্জের যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২০নভেম্বর রাত ৯টার দিকে সাবেক ডিসি, তার স্ত্রী ও স্থানীয় কিছু লোকজন বাসার সামনে করিম মোল্লাকে প্রথমে গালিগালাজ ও পরে মারপিট করতে উদ্যত হন। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে, তারা তাকে রক্ষা করে। এ ঘটনায় ওইদিন রাতেই কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন করিম মোল্লা। করিম মোল্লার অভিযোগ, জিডির পর থেকে তাকে প্রাণনাশসহ বাসা থেকে উচ্ছেদের হুমকি দেওয়া শুরু হয়েছে। তাদের ভয়ে তিনি রীতিমতো পালিয়ে থাকছেন। জিডিতে তিনি এসব অভিযোগ করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্বামীকে মৃত দেখিয়ে হত্যা মামলা, বাদী ও দুই সহযোগী আটক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/22/1732270256-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্বামীকে মৃত দেখিয়ে হত্যা মামলা, বাদী ও দুই সহযোগী আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/11/22/1449447" target="_blank"> </a></div> </div> <p>এসব অভিযোগ নিয়ে সাবেক জেলা প্রশাসক আব্দুর রহিম মোল্লার সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি তার ছোটভাইকে প্রাণনাশের হুমকি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘বাসার জায়গাটির মালিক আমার স্ত্রী। সম্ভবত আমার স্ত্রী তাকে বাসা ছেড়ে দিতে বলেছে। আমার সঙ্গে ছোটভাইয়ের দেখাও হয়নি। বহুবছর ধরে আমাদের কথা হয় না। বাসা ছেড়ে দেওয়ার কথা বলাতেই হয়তো সে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করছে।’</p>