<p>রাজশাহীতে শাহমখদুম মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জমন স্বাধীন নিজ হাতে তাদের পিটিয়েছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।</p> <p>কলেজের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী মেহদী হাসান মুন্না বলেন, ‘আমরা মাইগ্রেশন পেপারের জন্য সাড়ে ১১টার দিকে কলেজে যাই। যেহেতু কলেজ আমাদের রেজিস্ট্রেশন করতে পারছে না, সেজন্য আমরা এনওসি নিয়ে অন্য কলেজে চলে যেতে চাই। কিন্তু এমডি স্যার, তার দুই ভাই ও এলাকার কিছু লোক আমাদের কয়েকজনকে মেরে আহত করেছে। ২০২১-২২ সেশনের সাইমন ইকবাল নিরব, সোহাইল হক, সুরাইয়াতুন নাইমা দ্বীনা, জ্বীন নুরাইন কাবা মারধরের শিকার হয়েছেন।’</p> <p>মেহদী হাসান মুন্না বলেন, ‘আমাদের পক্ষে সাইমন ইকবাল নিরব বাদী হয়ে চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেছে। কলেজের এমডি মনিরুজ্জামান স্বাধীন, মো. টিটিু, মো. মিঠুসহ তিন ভাই এবং আজ্ঞাতনামা ১০জনের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাজশাহী সিটি করপোরেশনের ১৬১ কর্মীকে অব্যাহতি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/22/1732218849-30e62fddc14c05988b44e7c02788e187.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাজশাহী সিটি করপোরেশনের ১৬১ কর্মীকে অব্যাহতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/22/1449303" target="_blank"> </a></div> </div> <p>শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে শাহমখদুম মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীন কালের কণ্ঠকে বলেন, ‘শিক্ষার্থীরা একটি কাগজে স্বাক্ষর চায়। সেখানে তারা নিজেরাই আমার পক্ষ থেকে স্বাস্থ্যের মহাপরিচালক বরাবর দরখাস্ত লিখেছে মাইগ্রেশন চেয়ে। আমি বললাম অফিস চাইলে আমি ব্যবস্থা নিব, তোমাদের লেখা আবেদনে আমি স্বাক্ষর করব না। অথবা তোমরা আমার নিকট দরখাস্ত দাও, আমি ব্যবস্থা নিব। তারা আমাকে সে সময় হেনস্তা করতে চাইলে আমার স্টাফরা প্রতিরোধ করেছে।’</p> <p>রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, ‘শাহমখদুম মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা একটি এজহার দায়ের করেছে। আমরা যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়েছি। পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে, এখন এর চেয়ে বেশি বলতে পারছি না।’</p>