<p style="text-align:justify">গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলী মোল্লা (৬০) নামের এক দরিদ্র কৃষকের দুটি গাভি চুরি হয়েছে। বেঁচে থাকার একমাত্র অবলম্বন গাভি দুটি হারিয়ে কৃষক আলী মোল্লা এখন পাগলপ্রায়। এখন দুচোখ বেয়ে পড়ছে পানি আর খেয়ে না খেয়ে দিন কাটছে তার।</p> <p style="text-align:justify">গত সোমবার দিবা</p> <hr /> <p style="text-align:justify">গত রাতে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কুরপালা গ্রামে চুরির ঘটনাটি ঘটে। কৃষক আলী মোল্লা কুরপালা গ্রামের মৃত লাহু মোল্লার ছেলে।</p> <p style="text-align:justify">আলী মোল্লা বলেন, “সোমবার রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গোয়ালঘরে থাকা গাভি দুটি নেই। ঘরের দরজায় লেখা দেখি ‘আমি আপনার গাভী ২টি চুরি করেছি, আমাকে মাফ করে দিয়েন’। আজ ৪ দিন ধরে আমি বিভিন্ন এলাকাসহ হাটবাজারে অনেক খোঁজাখুঁজি করেও গাভি দুটি পেলাম না।”</p> <p style="text-align:justify">কান্নাজড়িত কণ্ঠে তিনি আরো বলেন, ‘ওই গাভি দুটি ছিল আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এর মধ্যে একটি গাভি গাভিন (পেটে বাছুর) ছিল। আর কয়েক দিন পরই গাভিটি বাচ্চা দিত। গাভি দুটি নিয়ে বেঁচে থাকার অনেক স্বপ্ন ছিল। আমার সব কিছু শেষ হয়ে গেল।’</p> <p style="text-align:justify">কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এলাকার চুরির প্রতিকার নিয়ে কথা বলেছি। বিভিন্ন ইউনিয়নের গ্রামপুলিশদের তৎপরতা বাড়ানোসহ রাতের বেলা থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে।’</p>