<p>চট্টগ্রামের চান্দগাঁও থানার টেকবাজার এলাকায় অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রে প্রস্তুত ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল ও ম্যাগাজিন এবং ৭ রাউন্ড গুলিসহ তিনজন পেশাদার অস্ত্র কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।</p> <p>চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছেন। </p> <p>তিনি বলেন, চান্দগাঁও থানাধীন টেকবাজার পুল এলাকায় অবস্থিত শাহেদ বিল্ডিংয়ের চতুর্থ তলার ৪ নম্বর কক্ষে অভিযান চালিয়ে মিদোক মারমা (৪২), উহলাঞো মারমা (৪০) ও মুইচিং মারমাকে (২৩) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে যুক্তরাষ্ট্রে প্রস্তুত ৭.৬৫ এমএম একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি জব্দ করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আত্মীয়ের বাসায় গ্রেপ্তার হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/22/1732272780-952a3f20236b1da1359a68179ee0b7b5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আত্মীয়ের বাসায় গ্রেপ্তার হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/22/1449463" target="_blank"> </a></div> </div> <p>ওসি আরো বলেন, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় আসামিরা বিভিন্ন সময়ে বান্দরবানসহ বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের বিদেশি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেন। পরে চট্টগ্রাম মহানগরসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করেন। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে।</p>