<p>নীলফামারীর সৈয়দপুরে প্রাইভেট শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে শহরের বাইপাস সড়কের ধলাগাছ মতির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p>নিহত নেহাল খান শহরের নয়াবাজার এলাকার মিনহাজ উদ্দিনের বড় ছেলে। তিনি শহরের কয়ানিজপাড়ার সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র।</p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেট শেষে তিন বন্ধু মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। শহরের বাইপাস সড়কের ধলাগাছ মতির মোড়ে পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে চালক নেহাল মুখে ও বুকে আঘাত পান। মোটরসাইকেলে থাকা অন্য দুই বন্ধুও আহত হন। আশপাশের গুরুতর অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নেহাল খানকে মৃত ঘোষণা করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নীলফামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে পথ নাটক প্রদর্শন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731847629-42a7d8401bcc60a6ecc020e97a0339a4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নীলফামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে পথ নাটক প্রদর্শন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/17/1447687" target="_blank"> </a></div> </div> <p>সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে ধলাগাছ মোড়ে ঘটনাটি ঘটে। আইনি প্রক্রিয়া শেষে নিহতকে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।</p>