<p>অন্তর্বর্তীকালীন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রেলওয়ে একটি লোকসানি প্রতিষ্ঠান। রেলওয়ের রাজস্ব কম, তাই রাজস্ব বাড়াতে এবং লোকসান কমাতে হলে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের এগিয়ে আসতে হবে।</p> <p>শুক্রবার (২২ নভেম্বর) বিকেল সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এর আগে বিকেল ৪টায় সৈয়দপুরে এসে পৌঁছলে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মোস্তফা আহসান জাকির তাকে ফুলেল শুভেচ্ছা জানান।</p> <p>পরিদর্শন শেষে তিনি বলেন, ‘আমরা বাজেট বাড়ানোর উদ্যোগ দিচ্ছি। এখানে লোকবল ও বাজেট বরাদ্দ দিয়ে কোচ ও ওয়াগন মেরামত বাড়াতে হবে। উৎপাদন বাড়লে রেলওয়ের রাজস্বও বাড়বে।’</p> <p>সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানায় অনেক জায়গা অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এসব জায়গা কাজে লাগিয়ে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়ন করা হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডুয়েটে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তার ভাঁজ মারিয়ার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/22/1732278166-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডুয়েটে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তার ভাঁজ মারিয়ার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/22/1449483" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেন, আগে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় ৭০টি ইঞ্জিন মেরামতের লক্ষ্যমাত্রা থাকলেও মেরামত হতো মাত্র ৩০টি। সৈয়দপুর রেলওয়ে কারখানায়ও উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। এ উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়াতে হবে। রেলওয়ে নিয়োগ বিধিসহ অন্যান্য বিষয়গুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।</p> <p>এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) মামুনুল ইসলাম, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পশ্চিমাঞ্চল) মো. সাদেকুর রহমান প্রমুখ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কাজে আসেনি কর্ণফুলী টানেল, বাড়েনি রেলসেবা : উপদেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/22/1732277116-9e8a01bfb2c96c61eda1158eb7452e8d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কাজে আসেনি কর্ণফুলী টানেল, বাড়েনি রেলসেবা : উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/22/1449476" target="_blank"> </a></div> </div> <p>এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জুলাই-আগস্ট গণ-অভূত্থানে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করেন। এ সময় নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই-আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।</p>