<p>ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে রুবেল হোসেন (৩৭) নামের এক ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) রাত আড়াইটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।</p> <p>এ সময় ডাকাতদলের ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। তবে এদের সঙ্গে অন্য সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।</p> <p>ভাঙ্গা হাইওয়ে থানা সূত্র জানায়, কৈডুবি রেল ক্রসিংয়ের ওপর একদল ডাকাত মহাসড়কে পরিবহন গাড়িসহ অন্যান্য যানে ডাকাতির প্রস্তুতি নেয়। তখন ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ তাদের ধরতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন ডাকাত মিনি পিকআপ রেখে পালিয়ে যায়। এ সময় ডাকাত দলের সর্দার রুবেল হোসেনকে পুলিশ অস্ত্রসহ আটক করে। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাহাউদ্দিনের ছেলে।</p> <p>ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ হেল বাকী জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ডাকাতির প্রস্তুতিকালে রুবেলকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সড়কে ডাকাতির কথা স্বীকার করেছে রুবেল।</p> <p>৯ নভেম্বর ভাঙ্গা হাইওয়ে থানার অধীন পার্শ্ববর্তী মুকসুদপুর থানায় মহাসড়কে ডাকাতির একটি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রুবেল হোসেনকে গ্রেপ্তার করে মুকসুদপুর থানার মাধ্যমে শুক্রবার গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।</p>