<p>ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা ভূমি অফিসের পশ্চিম পাশে পৌর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।<br /> এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।</p> <p>প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানান, শুক্রবার বিকেলে উপজেলা ভূমি অফিসের পশ্চিম পাশে পৌর মার্কেটে প্রথমে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। পরে সেই আগুন দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষণে কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের ধারণা, এই মার্কেটের অটো গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।</p> <p>নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন সাব অফিসার মো. শহিদুল্লাহ জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে একটি ফার্মেসি ও তিন-চারটি ডিস্ট্রিবিউটর দোকান পুড়ে গেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নবীগঞ্জে মামলার পরও পাহাড় কাটার মহোৎসব যেন থামছেই না" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730867517-7f7c67dc7e8777f923c881eff4df3351.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নবীগঞ্জে মামলার পরও পাহাড় কাটার মহোৎসব যেন থামছেই না</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/06/1443367" target="_blank"> </a></div> </div> <p>উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী বলেন, ‘এই মার্কেটের পাশেই উপজেলা ভূমি অফিস রয়েছে। ভূমি অফিস যেন ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য ফায়ার সার্ভিসের লোকজন ঝুঁকি নিয়ে কাজটি করেছে। সাথে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও আমাদের সাহায্য করেছে। তাই আমরা আগুন নেভাতে সক্ষম হয়েছি। আমরা পরবর্তীতে একটি তদন্ত কমিটি গঠন করব, কী কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হলো এবং ভবিষ্যতে যেন এ রকম না হয় এ বিষয়ে তৎপর হবো।’</p>