<p style="text-align:justify">বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্রযন্ত্রের অঙ্গগুলো নষ্ট, দুর্নীতিগ্রস্ত ও দলীয়করণ হয়ে গেছে। এগুলোর সংস্কার জরুরি। আমরা আশা করছি, আগামী ডিসেম্বরের পর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। </p> <p style="text-align:justify">শনিবার (২৩ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের বিজয় মেলা মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।</p> <p style="text-align:justify">মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা গণহত্যা করেছে, তাদেরকে এই দেশে রাজনীতি করতে দেবে কি-না তা দেশের মানুষই সিদ্ধান্ত নেবে। শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের দোসররা এখনো রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে আছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আন্দোলনে ২৮ গুলি ছোড়া যুবলীগকর্মী তৌহিদুল গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/23/1732357304-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আন্দোলনে ২৮ গুলি ছোড়া যুবলীগকর্মী তৌহিদুল গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/23/1449757" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমির হাফেজ মাওলানা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক (ঢাকা উত্তর অঞ্চল) অধ্যক্ষ মুহাম্মদ উজ্জত উল্লাহ, ঢাকা উত্তর অঞ্চল টিম সদস্য মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইনসহ কয়েক হাজার নেতাকর্মী ।</p>