<p>আলোচিত যুবলীগ নেতা সম্রাটের অন্যতম সহযোগী সুনুম উরফে ফাহিমকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। ঢাকার মিরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর গুলি চালানোর ভিডিও ফুটেজ দেখে তাকে চিহ্নিত করা হয়। শনিবার (২৩ নভেম্বর) টঙ্গী থানা পুলিশ এ তথ্য জানায়।</p> <p>ফাহিম টঙ্গীর ৪৪ নম্বর ওয়ার্ডের সাতরং এলাকার মৃত উকিল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।</p> <p>পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার মিরপুরে ছাত্রদের ওপর গুলি চালানোর ফুটেজ দেখে ফাহিমকে চিহ্নিত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে ফাহিমকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে যুবলীগ নেতা সম্রাটের অন্যতম সহযোগী হিসেবে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যুবলীগ নেতা খাম্বায় বেঁধে নির্যাতন করতেন বলে অভিযোগ, এবার সেই খাম্বায় বাঁধা হলো তাকে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/07/1728285842-71e09921f895bb6cc9e8d45e62d68cbf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যুবলীগ নেতা খাম্বায় বেঁধে নির্যাতন করতেন বলে অভিযোগ, এবার সেই খাম্বায় বাঁধা হলো তাকে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/07/1432709" target="_blank"> </a></div> </div> <p>টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত ফাহিম পলাতক ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলার আসামি। তার নির্দেশ মিরপুর ও টঙ্গীতে হামলা হয়েছে। মিরপুরে গুলি চালানোর ভিডিও ফুটেজও পাওয়া গেছে।</p>