<p>মাথায় পিস্তল ঠেকিয়ে স্ত্রীকে প্রকাশ্যে হত্যার চেষ্টা চালান এসআই। এ অভিযোগে স্বামীর বিচার চেয়ে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন স্ত্রী। এখন সে অভিযোগ তুলে নিতে হুমকি দিচ্ছেন ওই পুলিশ কর্মকর্তা। শনিবার (২৩ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় এ ঘটনা ঘটেছে বলে জানান ওই নারী।</p> <p>অভিযুক্ত এসআই মনিরুজ্জামান টাঙ্গাইলের কালিহাতী থানার ধয়থা গ্রামের শামীম হোসেনের ছেলে। ২০২০ সালের তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে।</p> <p>অভিযোগকারী ওই নারী জানান, সম্প্রতি তার স্বামী এসআই মনিরুজ্জামান পরকীয়ায় জড়িয়ে পড়েন। এই নিয়ে সংসারে কলহ দেখা দেয়। তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনও করা হয়। সন্তানের কথা চিন্তা ভেবে নির্যাতন সহ্য করে চুপ থাকেন তিনি। গত ২৭ অক্টোবর সাড়ে তিন বছরের সন্তান ও তার মাথায় পিস্তল ঠেকিয়ে বলেন, ‘এখান থেকে চলে যা, নইলে একদম জায়গায় শেষ করে দিব।’ ঘটনাস্থলে তার শাশুড়ি, কাশিমপুর থানার পরিদর্শকের (তদন্ত) স্ত্রী, তাদের চার বছরের সন্তান হিমি এবং সদর থানার এসআই কামরুল হাসানের স্ত্রী-সন্তানও উপস্থিত ছিল।</p> <p>তিনি আরো জানান, এ ঘটনায় তিনি গাজীপুরের পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন। তিনি বিষয়টি সদর সার্কেলের সহকারী কমিশনারকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। শনিবার সকাল ১০টায় তদন্তের জন্য বাদীকে জয়দেবপুর থানায় সহকারী কমিশনারের অফিসে উপস্থিত হতে নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে তিনি সেখানে গেলে দুপুর ২টা পর্যন্ত থানায় বসিয়ে রেখে অভিযোগ তুলে নিতে হুমকি ও ভয়ভীতি দেখান তার স্বামী মনিরুজ্জামানসহ কয়েকজন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছাত্রদের ওপর গুলি চালানো যুবলীগ নেতা সম্রাটের সহযোগী গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/23/1732372646-c20a5d93978f851f04345c84b1eda8c0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছাত্রদের ওপর গুলি চালানো যুবলীগ নেতা সম্রাটের সহযোগী গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/23/1449818" target="_blank"> </a></div> </div> <p>সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি অভিযুক্তের মাথায় পিস্তল ঠেকানোর অভিযোগ সম্পর্কে এসআই মনিরুজ্জামানের কাছে জানতে চেয়েছিলেন। এসআই জানিয়েছেন যে তিনি স্ত্রীকে তালাক দিয়েছেন। অভিযুক্তের মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকির বিষয়টি সহকারী কমিশনার তদন্ত করছেন।  </p> <p>এ বিষয়ে জানতে চাইলে সদর সার্কেলের সহকারী কমিশনার প্রবীর সাহা জানান, অভিযোগ তুলে নিতে হুমকি ও ভয়-ভীতির বিষয়টি তার জানা নেই। অন্য অভিযোগের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পুলিশ পরিচয়ে ইজি বাইক ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/22/1732288902-b9b346aac0ebbb5b5d826e56f75a2ce6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পুলিশ পরিচয়ে ইজি বাইক ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/22/1449514" target="_blank"> </a></div> </div> <p>অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি এসআই মনিরুজ্জামান। তাই তার মন্তব্য পাওয়া যায়নি।</p>